শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা
শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি আলিয়া মাদ্রাসা। এটি একটি মাধ্যমিক স্তরের ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে আরবী ভাষা, কুরআন ও হাদিস শিক্ষা প্রদান করা হয়। এ মাদ্রাসাটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত। মাদ্রাসার প্রধান শিক্ষকের নাম মোহাম্মদ জহুরুল হক। মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত।
শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৭ |
ইআইআইএন | ১০৪৩৮০ |
অধ্যক্ষ | মাওলানা মোহাম্মদ জহুরুল হক |
ওয়েবসাইট | http://shantirhatmdmadrasah.edu.bd/ |
ব্যবস্থাপনা
১৯৮৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে এটি এমপিও ভুক্ত হয়।[1] মাদ্রাসা পরিচালনার জন্য ১১ জন বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ রয়েছে।[1] এ মাদ্রাসার শিক্ষকমণ্ডলীর মধ্যে মোহাম্মদ জহুরুল হক মাদ্রাসা সুপার এবং মোহাম্মদ জাহাঙ্গীর সহ-সুপার পদে দায়িত্বরত আছেন। এছাড়া আরও ১১ জন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী রয়েছেন।[2] মাদ্রাসায় ১টি আধাপাকা ভবন, ১টি বেড়া এবং টিনের ছাউনি ঘর রয়েছে।[1]
শিক্ষা কার্যক্রম
এটি একটি দাখিল (মাধ্যমিক) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। ২০১২ সালে বিজ্ঞান শাখা খোলার কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রায় ৫ শত শিক্ষার্থী এ মাদ্রাসায় অধ্যয়নরত আছে।[1] ২০১৮ সালের দাখিল পরীক্ষায় পাসের হার ছিলো ৬৫.৭১%।[3]
আরো দেখুন
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭।
- "আমাদের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম - শিক্ষকদের তালিকা"। shantirhatmdmadrasah.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২১।
- "PDF.js viewer"। eboardresults.com। ২০১৮-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২১।