শান্তনুকুলনন্দন

শান্তনুকুলনন্দন হচ্ছে পূরবী বরমুদৈর দ্বারা রচিত একটি উপন্যাস।[1] অসমীয়া সাহিত্য ক্ষেত্রে গবেষণাধর্মী দৃষ্টিকোণে এই উপন্যাসটি রচনা করা হয়েছে। এই উপন্যাসটি ২০০৭ বর্ষের জন্য সাহিত্য অকাডেমির পুরস্কার লাভ করতে সক্ষম হয়েছিল।[1] এই গ্রন্থটিতে প্রাচীন কামরূপের মূলাধার নদী ব্রহ্মপুত্রের উৎপত্তি এবং এর নামকরণের সন্দর্ভে লেখিকার ব্যাখ্যা রয়েছে। লেখিকা ইতিহাস চেতনা এবং বর্ণনীয় উপস্থাপন শৈলীতে এই উপন্যাসটি রচনা করেছেন।[1]

শান্তনুকুলনন্দন
শান্তনুকুলনন্দন গ্রন্থর প্রথম পাতা
লেখকপূরবী বরমুদৈ
দেশভারত
ভাষাঅসমীয়া
ধরনউপন্যাস
প্রকাশকবনলতা প্রকাশন, ডিব্রুগড়
প্রকাশনার তারিখ
এপ্রিল, ২০১০
মিডিয়া ধরনমুদ্রণ

তথ্যসূত্র

  1. সুস্মিতা বরা। "শান্তনুকুলনন্দন: গ্রন্থবীক্ষণ"। আমি অসমীয়া। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.