শানখলা ইউনিয়ন
শানখলা ইউনিয়ন বাংলাদেশর চুনারুঘাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।
শানখলা | |
---|---|
ইউনিয়ন | |
শানখলা শানখলা | |
স্থানাঙ্ক: ২৪°১২′২৫.৯৯৯″ উত্তর ৯১°২৪′৫২.৯৯৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | চুনারুঘাট উপজেলা |
স্থাপিত | ১৯৬০ |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | হাজী সবুজ তরফদার |
আয়তন | |
• মোট | ১৮,৬৬৫ বর্গকিমি (৭,২০৭ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ২৩,২৪৫ |
• জনঘনত্ব | ১.২/বর্গকিমি (৩.২/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৭.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৩২০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ২৬ ৭৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
প্রসিদ্ধ গ্রাম গুলোর একটিঃ লতিফপুুর।
জনসংখ্যার উপাত্ত
মোট জনসংখ্যা ২৩,২৪৫ যার মধ্যে পুরুষ ৫০% ও মহিলা-৫০%।
প্রশাসনিক অবকাঠামো
৯ টি ওয়ার্ড এবং ৩৬টি মহল্লা নিয়ে শানখলা ইউনিয়ন গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।
শিক্ষা
শিক্ষার হার ১৭.৩%
শিক্ষা প্রতিষ্ঠান
মাধ্যমিক উচ্চ বিদ্যালয়
শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়ঃ
শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
শ্রীবাউর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
শ্রীবাউর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.