শহীদ পুলিশ স্মৃতি কলেজ

শহীদ পুলিশ স্মৃতি কলেজ ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি প্রায় তিন একর জমির উপর নির্মিত।

শহীদ পুলিশ স্মৃতি কলেজ
অবস্থান
Map

, ,
স্থানাঙ্ক২৩.৮০০২৫৩৮° উত্তর ৯০.৩৮৪৮০৫৮° পূর্ব / 23.8002538; 90.3848058
তথ্য
নীতিবাক্যসর্বোন্নত শিক্ষা, সর্বোচ্চ নৈতিকতা, সর্বশ্রেষ্ঠ দেশপ্রেম
প্রতিষ্ঠাকাল১৯৯৯ (1999)
প্রতিষ্ঠাতাবাংলাদেশ পুলিশ
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
শিক্ষাবিষয়ক কর্তৃপক্ষবাংলাদেশ পুলিশ
শ্রেণীপ্রথম থেকে দ্বাদশ
লিঙ্গছেলে এবং মেয়ে
শিক্ষার্থী সংখ্যাপ্রায় সাড়ে ৮ হাজার
ভাষাবাংলা ও ইংরেজি
শিক্ষায়তনপ্রায় ৩ একর
ক্যাম্পাসের ধরনU আকৃতির
রং        -বিদ্যালয়,         -কলেজ
ক্রীড়াফুটবল, ক্রিকেট
প্রকাশনামুক্তি
ওয়েবসাইটwww.spsc.edu.bd
শহীদ পুলিশ স্মৃতি কলেজ

ইতিহাস

স্বাধীনতার প্রথম প্রহরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে প্রতিরোধযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের পুণ্য স্মৃতির স্মরণে মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দুই বছর পর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োজিত আছেন জাকির হোসেন।

শিক্ষাপদ্ধতি

শহীদ পুলিশ স্মৃতি কলেজে বাংলা মাধ্যমে পাঠদান করা হয়ে থাকে। পাঠদানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষনীয় করে তোলার জন্য এখানে বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয়;(যেমন: শ্রেনিকক্ষে মাল্টিমিডিয়ার প্রয়োগ,স্পিকার ব্যবহার ইত্যাদি)

পরীক্ষাপদ্ধতি

প্রতিষ্ঠানটিতে সাধারণত সকল শ্রেণির শিক্ষার্থীদের বছরে-

  • ২টি সেমিস্টার
  • ২টি মিড সেমিস্টার
  • ২টি FT-হয়ে থাকে।

তবে বোর্ড পরীক্ষার সম্মুখীন শিক্ষার্থীদের জন্য সারাবছরই কোনো না কোনো পরীক্ষা চলে।যেমন-

  • ইউনিট পরীক্ষা ৩/৪ টি
  • মডেল টেস্ট ২/৩ টি

গ্রন্থাগার

এখানে শিক্ষার্থীর জন্য গ্রন্থাগার সুবিধা রয়েছে। কলেজটির নিচতলার ১০৭ নং কক্ষে এটি অবস্থিত। পাঠ্য বইয়ের সাথে সহায়ক বইয়ের সংগ্রহ রয়েছে এখানে। এখানে প্রায় ১৫০০ বইয়ের সংগ্রহ রয়েছে।

ল্যাবসুবিধা

কলেজটিতে ৫টি ল্যাব রয়েছে।

  • কম্পিউটার ল্যাব
  • গণিত ল্যাব
  • জীববিজ্ঞান ল্যাব
  • রসায়ন ল্যাব
  • পদার্থবিজ্ঞান ল্যাব

ড্রেসকোড

এখানে ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত ড্রেস কোড রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক

ছাত্রদের জন্য সাদা রঙের শার্ট এবং নেভি-ব্লু রঙের প্যান্ট এবং ছাত্রীদের জন্য নেভি-ব্লু রঙের জামা এবং সাদা রঙের পায়জামা। এছাড়া শিক্ষার্থীদের সাদা কেডস, কালো বেল্ট পরতে হয়।

কলেজের শিক্ষার্থীদের পোশাক

ছাত্রদের জন্য সাদা রঙের শার্ট এবং সাদা প্যান্ট এবং ছাত্রীদের জন্য সাদা রঙের জামা এবং সাদা রঙের পায়জামা। এছাড়া শিক্ষার্থীদের সাদা কেডস,মা থায় স্কার্ফ পরতে হয়।

ক্লাসের সময়সূচি

সাধারনত দুইটি শিফটে ক্লাস হয়ে থাকে। মর্নিং শিফটে ক্লাস শুরু হয় সকাল ৭.৩০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। ডে শিফটে ক্লাস শুরু হয় ১২.৩০টা থেকে বিকাল ৫ :৩৫ টা পর্যন্ত। প্রতিটি ক্লাসের ব্যাপ্তিকাল ৪০-৪৫ মিনিট। ডায়মন্ড শিফটে ১ম ও ২য় শ্রেনীর ছাত্রছাত্রীদের সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয়ে থাকে । শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। অন্যান্য সরকারী ছুটির দিনে কলেজটি বন্ধ থাকে।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.