শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা দানকারী একটি প্রতিষ্ঠান। সরাসরি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়; যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ১ বছর মেয়াদী হাতে-কলমে শিখনসহ (Internship) স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এম.বি.বি.এস. শিক্ষাক্রম চালু রয়েছে; যাতে প্রতিবছর ৭২ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে।[2]

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের লোগো
প্রাক্তন নাম
গাজীপুর মেডিকেল কলেজ[1]
ধরনসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত১৮ নভেম্বর, ২০১৩ (18 November, 2013)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষপ্রফেসর ডাঃ মোঃ আবদুল কাদের
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৩৬
শিক্ষার্থী৩২২
অবস্থান, ,
২৩.৯৯১৭৮৭° উত্তর ৯০.৪২৪৬৩১° পূর্ব / 23.991787; 90.424631
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামশতামেক
ওয়েবসাইটstamc.edu.bd

ইতিহাস

কলেজটি প্রথমে গাজীপুর মেডিকেল কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ নাম অনুসারে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছিল।[3]

অন্তর্ভুক্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্স শেষ করে এবং চূড়ান্ত পেশাদার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করে।[4]

এই কলেজটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) দ্বারা পরিচালিত।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Three medical colleges renamed"Bangladesh Sangbad Sangtha। ৭ আগস্ট ২০১৪। ২০১৫-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫
  2. "ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা" (পিডিএফ)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার - স্বাস্থ্য অধিদপ্তর। ২২ জানুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫
  3. "Three medical colleges renamed"Bangladesh Sangbad Sangtha। ৭ আগস্ট ২০১৪। ২০১৫-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪
  4. "তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাফল্য | দেশ রূপান্তর"Desh Rupantor। ২০১৯-০৯-২০। সংগ্রহের তারিখ ২০২০-০৬-৩০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.