শশীকলা শ্রীবর্ধনে

হেত্তিমুলা আপুহামিলাগে শশীকলা দেদুনু শ্রীবর্ধনে (সিংহলি: ශෂිකලා සිරිවර්ධන; জন্ম: ১৪ ফেব্রুয়ারি, ১৯৮৫) কলম্বোয় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কান মহিলা ক্রিকেটারশ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলিংয়ে পারদর্শী তিনি। বর্তমানে তিনি শ্রীলঙ্কা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শশীকলা শ্রীবর্ধনে[1] ক্রিকেট বোদ্ধাদের মতে, শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে তিনি সর্বশ্রেষ্ঠ মহিলা ক্রিকেটার।

শশীকলা শ্রীবর্ধনে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহেত্তিমুলা আপুহামিলাগে শশীকলা দেদুনু শ্রীবর্ধনে
জন্ম (1985-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৮৫
কলম্বো, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ স্পিন
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক১৩ মার্চ ২০০৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই১৩ জানুয়ারি ২০১৫ বনাম পাকিস্তান
টি২০আই অভিষেক২১ এপ্রিল ২০১০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টি২০আই২৬ অক্টোবর ২০১৪ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৩–স্লিমলাইন মহিলা স্পোর্ট ক্লাব
২০১০–ম্যারিয়ান্স লেডিস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ৮৩ ৪২
রানের সংখ্যা ১৪৬৬ ৬১৮
ব্যাটিং গড় ১৯.২৮ ১৮.৭২
১০০/৫০ ০/৭ ০/১
সর্বোচ্চ রান ৬৮ ৫২
বল করেছে ৩৪৭৯ ৮৭৬
উইকেট ৯৬ ৪৩
বোলিং গড় ২৩.৯৫ ১৮.৪১
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৪/১১ ৪/২১
ক্যাচ/স্ট্যাম্পিং ৩৫/- ১০/-
উৎস: ক্রিকইনফো, ৩ এপ্রিল ২০১৫

খেলোয়াড়ী জীবন

মার্চ, ২০০৩ সালে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওডিআই অভিষেক ঘটে। ঐ খেলায় তিনি ২/২০ সহ কার্যকরী ২৯ রান তোলে সবিশেষ কৃতিত্বের পরিচয় দেন। ঐ খেলায় তার দল জয়লাভ করেছিল। ২০০৫-০৬ মৌসুমে করাচিতে অনুষ্ঠিত মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে নিজস্ব সেরা ৪/১১ লাভ করেন। এছাড়াও, ২০০৬-০৭ মৌসুমের এশিয়া কাপে একই দলের বিপক্ষে ৪/৩৪ পেয়েছিলেন। ২০১৪ সালে আইসিসি’র প্লেয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অল-রাউন্ডার হয়েছিলেন।

তথ্যসূত্র

  1. "Siriwardene reappointed SL Women captain"espncricinfo। জুন ৩০, ২০১৫। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৫

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.