শশীকলা শ্রীবর্ধনে
হেত্তিমুলা আপুহামিলাগে শশীকলা দেদুনু শ্রীবর্ধনে (সিংহলি: ශෂිකලා සිරිවර්ධන; জন্ম: ১৪ ফেব্রুয়ারি, ১৯৮৫) কলম্বোয় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কান মহিলা ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলিংয়ে পারদর্শী তিনি। বর্তমানে তিনি শ্রীলঙ্কা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শশীকলা শ্রীবর্ধনে।[1] ক্রিকেট বোদ্ধাদের মতে, শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে তিনি সর্বশ্রেষ্ঠ মহিলা ক্রিকেটার।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | হেত্তিমুলা আপুহামিলাগে শশীকলা দেদুনু শ্রীবর্ধনে | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কলম্বো, শ্রীলঙ্কা | ১৪ ফেব্রুয়ারি ১৯৮৫|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ স্পিন | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক | ১৩ মার্চ ২০০৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৩ জানুয়ারি ২০১৫ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক | ২১ এপ্রিল ২০১০ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ২৬ অক্টোবর ২০১৪ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
২০০৩– | স্লিমলাইন মহিলা স্পোর্ট ক্লাব | |||||||||||||||||||||||||||||||||||||||
২০১০– | ম্যারিয়ান্স লেডিস | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ৩ এপ্রিল ২০১৫ |
খেলোয়াড়ী জীবন
মার্চ, ২০০৩ সালে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওডিআই অভিষেক ঘটে। ঐ খেলায় তিনি ২/২০ সহ কার্যকরী ২৯ রান তোলে সবিশেষ কৃতিত্বের পরিচয় দেন। ঐ খেলায় তার দল জয়লাভ করেছিল। ২০০৫-০৬ মৌসুমে করাচিতে অনুষ্ঠিত মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে নিজস্ব সেরা ৪/১১ লাভ করেন। এছাড়াও, ২০০৬-০৭ মৌসুমের এশিয়া কাপে একই দলের বিপক্ষে ৪/৩৪ পেয়েছিলেন। ২০১৪ সালে আইসিসি’র প্লেয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষ অল-রাউন্ডার হয়েছিলেন।
তথ্যসূত্র
- "Siriwardene reappointed SL Women captain"। espncricinfo। জুন ৩০, ২০১৫। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৫।