শশধর দত্ত
শশধর দত্ত (মৃত্যুঃ ১৯৫২) একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি দস্যু মোহন চরিত্রের স্রষ্টা হিসাবে বাংলা সাহিত্যে বিখ্যাত।[1]
শশধর দত্ত |
---|
অবদান
শশধর দত্ত হুগলি জেলায় জন্মগ্রহন করেন। তার পিতার নাম হরাদিত্য দত্ত। শশধর দত্ত সর্বাধিক জনপ্রিয়তা পান মোহন সিরিজ রচনার জন্য। দস্যু মোহন নামক উদার ও দু;সাহসিক চরিত্রের বহু রোমাঞ্চকর উপন্যাস বই আকারে বের হয়েছে।[2] মোহনের প্রায় শতাধিক গল্প ছাড়াও তিনি প্রচুর সামাজিক উপন্যাস রচনা করেন যার মধ্যে ঘি ও আগুন, স্বর্গাদপি গরীয়সী, আগুন ও মেয়ে, শ্রীকান্তের শেষ পর্ব, শেষ উত্তর প্রভৃতি উল্লেখ্য।[3]
তথ্যসূত্র
- "সম্পাদক সমীপেষু: জানলে ক্ষতি কী?"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।
- প্রথম খন্ড, বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (২০১৩)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১৩। আইএসবিএন 978-8179551356।
- "শশধর দত্ত - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"। bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.