শরিফুল রাজ
শরিফুল রাজ একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল যিনি পরান এবং হাওয়া চলচ্চিত্র দুটিতে অভিনয়ের জন্য পরিচিত।
শরিফুল রাজ | |
---|---|
জন্ম | ১৮ নভেম্বর ১৯৯১ |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা |
|
দাম্পত্য সঙ্গী | পরীমনি (বি. ২০২১)[1] |
সন্তান | শাহীম মুহাম্মদ রাজ্য |
প্রাথমিক জীবন
শরিফুল রাজ ৮ই নভেম্বর ১৯৯১ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার আলমপুর গ্রামে জন্মগ্রহণ করে। তবে বাবার চাকরির সুবাদে বড় হন সিলেটে। তিনি সিলেটের দি এইডেড হাই স্কুল ও মদনমোহন কলেজে পড়াশোনা করেন। ২০০৯ সালে তিনি ঢাকায় আসেন ও পরে নারায়ণগঞ্জ চলে যান। তবে পরে আবার ঢাকায় ফিরে আসেন ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।[2]
কর্মজীবন
চলচ্চিত্রাঙ্গনে আসার আগে শরিফুল রাজ ২০১২ সালে র্যাম্প মডেল হিসেবে কাজ করা শুরু করেন।[3][2] এছাড়া, বিজ্ঞাপনেও কাজ করেন তিনি।[4]
২০১৬ সালে শরিফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম।[5][6][7] চলচ্চিত্রটিতে তিনি নাজিফা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন।[8]
২০১৯ সালে শরিফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ন ডরাই মুক্তি পায়।[9][10][11] চলচ্চিত্রটিতে তিনি সুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেন।
তারপর তিনি পরিচালক রায়হান রাফির ‘পরান’, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ চলচ্চিত্রে অভিনয় করেন।[12][2]
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১৬ | আইসক্রিম | নাদিম | প্রথম চলচ্চিত্র |
২০১৯ | ন ডরাই | সোহেল | |
২০২১ | নেটওয়ার্কের বাইরে | আবির | |
২০২২ | গুণিন | রমিজ | |
পরাণ | রোমান | ||
২০২২ | হাওয়া | ইব্রাহীম | |
২০২২ | দামাল | মুন্না |
ওয়েব ধারাবাহিক
বছর | শিরোনাম | ওটিটি | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|---|
২০২০ | মাইনকার চিপায় | জি৫ | সামির | আবরার আথার | একটি জি৫ ওয়েব চলচ্চিত্র |
২০২১ | বিলাপ | চলচ্চিত্রধর্মী | সানি সানওয়ার এবং ফয়সাল আহমেদ | একটি চলচ্চিত্রধর্মী ওয়েব সিরিজ |
পুরস্কার ও মনোনয়ন
বছর | পুরস্কার | বিভাগ | কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
২০১৯ | সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) | ন ডরাই | মনোনীত |
ব্যক্তিগত জীবন
২০২১ সালে ১৭ অক্টোবর তিনি পরীমনিকে বিয়ে করেন।[13] ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।[14] ২০২২ সালের ১০ আগস্ট তিনি পুত্রসন্তানের বাবা হোন।
তথ্যসূত্র
- প্রতিবেদক, বিনোদন। "মা হতে যাচ্ছেন পরীমনি, জানালেন নিজেই"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০১-১০।
- "অর্থকষ্টে ঢাকা ছেড়েছিলেন একসময়, কে এই রাজ?"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- "মডেল রাজ"। কালের কণ্ঠ। ১৭ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- "কষ্টকে 'ন ডরাই'"। প্রথম আলো। ১৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- "২৯ এপ্রিল আসছে 'আইসক্রিম'"। প্রথম আলো। ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- "২৯ এপ্রিল 'আইসক্রিম' আসছে"। সমকাল। ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- "ওঁরা আসছেন আইসক্রিম নিয়ে"। কালের কণ্ঠ। ২৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- "অনেক দিন পর মিনার"। প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- "শুক্রবারই আসছে 'ন ডরাই'"। আমাদের সময়। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- "ছাড়পত্র পেয়েছে 'ন ডরাই', শুক্রবার মুক্তি"। প্রথম আলো। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- "দুই নির্ভীকের 'ন ডরাই'"। সমকাল। ২৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- "২০২০ বিশের কুড়ি"। কালের কণ্ঠ। ২ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- কাদের, মনজুর। "রাজ–পরীমনির প্রেমকাহিনি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- "রাজপরী!"। দ্য ডেইলি স্টার। ২২ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শরিফুল রাজ (ইংরেজি)
- ঢাকা পোস্টে শরিফুল রাজ সম্পর্কে সংবাদ ও প্রতিবেদনের সংগ্ৰহ।