শরিফুল রাজ

শরিফুল রাজ একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল যিনি পরান এবং হাওয়া চলচ্চিত্র দুটিতে অভিনয়ের জন্য পরিচিত।

শরিফুল রাজ
জন্ম (1991-11-18) ১৮ নভেম্বর ১৯৯১
জাতীয়তাবাংলাদেশি
পেশা
  • অভিনেতা
  • মডেল
দাম্পত্য সঙ্গীপরীমনি (বি. ২০২১)[1]
সন্তানশাহীম মুহাম্মদ রাজ্য

প্রাথমিক জীবন

শরিফুল রাজ ৮ই নভেম্বর ১৯৯১ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার আলমপুর গ্রামে জন্মগ্রহণ করে। তবে বাবার চাকরির সুবাদে বড় হন সিলেটে। তিনি সিলেটের দি এইডেড হাই স্কুলমদনমোহন কলেজে পড়াশোনা করেন। ২০০৯ সালে তিনি ঢাকায় আসেন ও পরে নারায়ণগঞ্জ চলে যান। তবে পরে আবার ঢাকায় ফিরে আসেন ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।[2]

কর্মজীবন

চলচ্চিত্রাঙ্গনে আসার আগে শরিফুল রাজ ২০১২ সালে র‍্যাম্প মডেল হিসেবে কাজ করা শুরু করেন।[3][2] এছাড়া, বিজ্ঞাপনেও কাজ করেন তিনি।[4]

২০১৬ সালে শরিফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম[5][6][7] চলচ্চিত্রটিতে তিনি নাজিফা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন।[8]

২০১৯ সালে শরিফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ন ডরাই মুক্তি পায়।[9][10][11] চলচ্চিত্রটিতে তিনি সুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেন।

তারপর তিনি পরিচালক রায়হান রাফির ‘পরান’, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ চলচ্চিত্রে অভিনয় করেন।[12][2]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র চরিত্র টীকা
২০১৬ আইসক্রিম নাদিম প্রথম চলচ্চিত্র
২০১৯ ন ডরাই সোহেল
২০২১ নেটওয়ার্কের বাইরে আবির
২০২২ গুণিন রমিজ
পরাণ রোমান
২০২২ হাওয়া ইব্রাহীম
২০২২ দামাল মুন্না

ওয়েব ধারাবাহিক

বছর শিরোনাম ওটিটি চরিত্র পরিচালক টীকা
২০২০মাইনকার চিপায়জি৫সামিরআবরার আথারএকটি জি৫ ওয়েব চলচ্চিত্র
২০২১বিলাপচলচ্চিত্রধর্মীসানি সানওয়ার এবং ফয়সাল আহমেদএকটি চলচ্চিত্রধর্মী ওয়েব সিরিজ

পুরস্কার ও মনোনয়ন

বছরপুরস্কারবিভাগকর্মফলাফল
২০১৯সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারশ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক)ন ডরাইমনোনীত

ব্যক্তিগত জীবন

২০২১ সালে ১৭ অক্টোবর তিনি পরীমনিকে বিয়ে করেন।[13] ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।[14] ২০২২ সালের ১০ আগস্ট তিনি পুত্রসন্তানের বাবা হোন।

তথ্যসূত্র

  1. প্রতিবেদক, বিনোদন। "মা হতে যাচ্ছেন পরীমনি, জানালেন নিজেই"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০১-১০
  2. "অর্থকষ্টে ঢাকা ছেড়েছিলেন একসময়, কে এই রাজ?"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২
  3. "মডেল রাজ"কালের কণ্ঠ। ১৭ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  4. "কষ্টকে 'ন ডরাই'"প্রথম আলো। ১৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  5. "২৯ এপ্রিল আসছে 'আইসক্রিম'"প্রথম আলো। ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  6. "২৯ এপ্রিল 'আইসক্রিম' আসছে"সমকাল। ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  7. "ওঁরা আসছেন আইসক্রিম নিয়ে"কালের কণ্ঠ। ২৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  8. "অনেক দিন পর মিনার"প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  9. "শুক্রবারই আসছে 'ন ডরাই'"আমাদের সময়। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  10. "ছাড়পত্র পেয়েছে 'ন ডরাই', শুক্রবার মুক্তি"প্রথম আলো। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  11. "দুই নির্ভীকের 'ন ডরাই'"সমকাল। ২৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  12. "২০২০ বিশের কুড়ি"কালের কণ্ঠ। ২ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  13. কাদের, মনজুর। "রাজ–পরীমনির প্রেমকাহিনি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২
  14. "রাজপরী!"দ্য ডেইলি স্টার। ২২ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.