শবনিম ইসমাইল

শবনিম ইসমাইল (জন্ম: ৫ অক্টোবর ১৯৮৮) একজন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক নারী ক্রিকেটার। তিনি ২০০৭ সালের ২০শে জানুয়ারী তারিখে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে অভিষেক লাভ হয়।[1]

শবনিম ইসমাইল
Shabnim Ismail
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামশবনিম ইসমাইল
জন্ম (1988-10-05) ৫ অক্টোবর ১৯৮৮
কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা
উচ্চতা১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনবা-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৪৫)
২৮ জুলাই ২০০৭ বনাম নেদারল্যান্ডস
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪৫)
২০ জানুয়ারী ২০০৭ বনাম পাকিস্তান
শেষ ওডিআই১৭ ফেব্রুয়ারি ২০১৯ বনাম শ্রীলঙ্কা
টি২০আই অভিষেক
(ক্যাপ )
১০ আগস্ট ২০০৭ বনাম নিউজিল্যান্ড
শেষ টি২০আই৬ ফেব্রুয়ারি ২০১৯ বনাম শ্রীলঙ্কা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা েটস্ট ওয়ানডে টি-২০
ম্যাচ সংখ্যা ৮৬ ৬৯
রানের সংখ্যা ৩৯১ ১৩০
ব্যাটিং গড় ১.০০ ১১.৮৪ ৭.৬৪
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৩৪ ১৬*
বল করেছে ১৫০ ৪১৯৩ ১,৪১৪
উইকেট ১২৫ ৭২
বোলিং গড় ৬.৬৬ ২০.২৭ ১৯.৯১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ২/৫ ৬/১০ ৫/৩০
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ২৪/– ১৪/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

ইসমাইল মূলত ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলে থাকেন এবং বিশ্বের সবচেয়ে দ্রুততম নালী বোলারদের মধ্যে একজন হিসেবে মর্যাদা পান, ২০১৬ সালের জানুয়ারিতে তার একটি ডেলিভারির রেকর্ড ১২৮ কিলোমিটার প্রতি ঘণ্টা (৮০ মা/ঘ) হয়েছিল।[2] এছাড়াও তিনি ২০০৯ এবং ২০১৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং বর্তমানে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও টি-২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা উইকেট শিকারী হিসেবে মর্যাদা লাভ করেছেন।[3][4]

ব্যক্তিগত জীবন

ইসমাইল কেপটাউন-এ জন্মগ্রহণ করেন। স্কুল জীবন থেকেই ক্রিকেটে হাতেখড়ি হয় তার। প্রাথমিকভাবে নারী-পুরুষ উভয়ের সাথে ক্রিকেট খেলতে শুরু করেছিলেন, কারণ সেই সময়েই তাদের স্কুলে মেয়েদের জন্য কোন পৃথক কোন দল ছিলনা। ইসমাইল একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলে খেলা একমাত্র মুসলিম নারী ক্রিকেটার হিসেবে মর্যাদা পেয়েছেন। আগস্ট ২০১৬-এর হিসাব অনুযায়ী, তিনি একজন যান্ত্রিক প্রকৌশলী বিষয়ে অধ্যয়নরত ছিলেন।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "The story of Shabnim Ismail"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৯
  2. "Shabnim is die vinningste vroubouler", Die Son (আফ্রিকান্স), 25 August 2016. Retrieved 1 November 2016.
  3. "Records / South Africa Women / Women's One-Day Internationals / Most wickets"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫
  4. "Records / South Africa Women / Women's Twenty20 Internationals / Most wickets"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.