শচীন শ্রফ

শচীন শ্রফ হলেন একজন ব্যবসায়ী, অভিনেতা, নৃত্যশিল্পী এবং টিভি ব্যক্তিত্ব।[1] তিনি জি টিভিতে সম্প্রচারিত হার ঘর কুছ কেহতা হ্যায়ে জ্ঞানের চরিত্রে এবং নাগিনে অর্জুনের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি সিন্দুর তেরে নাম কা, সাত ফেরে, নাম গুম জায়েগা, শাগুন এবং বিশ্বাসের মতো ধারাবাহিকের অভিনয় করেছেন।

শচীন শ্রফ
জন্ম
শচীন শ্রফ

(1972-12-17) ১৭ ডিসেম্বর ১৯৭২[1]
পেশাঅভিনেতা, উপস্থাপক, নৃত্যশিল্পী, ব্যবসায়ী
কর্মজীবন২০০২–বর্তমান
দাম্পত্য সঙ্গীজুহি পরমার (বি. ২০০৯; বিচ্ছেদ. ২০১৮)

ব্যক্তিগত জীবন

২০০৯ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে, শচীন শ্রফ টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী জুহি পারমারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[2][3] ২০১৩ সালের ২৭শে জানুয়ারি তাদের প্রথম সন্তান, সামাইরা শ্রফের জন্ম হয়।[4][5]

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল
২০০৫–০৭সিন্দুর তেরে নাম কাধ্রুব রাইজাদা / করণ ওবেরয়জি টিভি
২০০৭সাত ফেরেঅভি
২০০৭–০৮হার ঘর কুছ কেহতা হ্যায়জ্ঞান কাপুর
২০০৮ওয়াক্ত বাতায়েগা কৌন আপনা কৌন পারায়াসৌরব / জয়সনি টিভি
২০০৮–০৯গৃহস্থীপুলিসের দারোগা করণস্টার প্লাস
নাগিনঅর্জুনজি টিভি
২০০৯বানু ম্যায় তেরি দুলহানডাক্তার শশাঙ্ক
২০১০সি.আই.ডি.মনীশসনি টিভি
গণেশ লীলারাজা গনরাজসাহারা ওয়ান
২০১১– ১৩বালিকা বধুশ্যাম মদন সিংকালারস
২০১২– ১৩রিশতো কে ভঁবর মে উলঝি নিয়তিআম্বর শাস্ত্রীসাহারা ওয়ান
২০১৩এক থি নায়িকাবিশাললাইফ ওকে
দিল কি নজর সে খুবসুরতশেকরসনি টিভি
২০১৩–১৪তুমহারি পাখিগিরীশলাইফ ওকে
২০১৫সন্তোষী মাবিনায়কঅ্যান্ডটিভি
ডার সাবকো লাগতা হেঅ্যালেক্স
২০১৭–বর্তমানপরমাবতর শ্রী কৃষ্ণনন্দাজি টিভি

তথ্যসূত্র

  1. "'Kumkum' fame Juhi Parmar wishes ex-husband Sachin Shroff on his birthday"Times Of India Dot Com (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৪
  2. "Juhi Parmar and Sachin Shroff set to tie the knot"Khaleej Times। ২০ নভেম্বর ২০০৮। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২১
  3. "We wanted to be together: Sachin Shroff and Juhi Parmar"Deccan Chronicle। ৬ ডিসেম্বর ২০১৫।
  4. "Juhi Parmar is now a mom"India Today। ২৮ জানুয়ারি ২০১৩।
  5. "It's a baby girl for Juhi Parmar"Hindustan Times। ২৮ জানুয়ারি ২০১৩।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.