শচীন ভৌমিক
শচীন ভৌমিক ( ১৭ জুলাই ১৯৩০[1]- ১২ এপ্রিল ২০১১[2] ) হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার । গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি বহু সুপারহিট হিন্দি সিনেমার গল্প বা চিত্রনাট্য লিখেছেন । তাঁর কয়েকটি সুপার হিট সিনেমার নাম হল
- আয়ি মিলন কি বেলা (১৯৬৪)
- লাভ ইন টোকিও (১৯৬৬)
- অ্যান ইভনিং ইন প্যারিস (১৯৬৭)
- আরাধনা (১৯৬৯)
- কারবাঁ (১৯৭১)
- দোস্ত (১৯৭৪)
- গোলমাল (১৯৭৯)
- দো অর দো পাঁচ (১৯৮০)
- কর্জ (১৯৮০)
- সাহেব (১৯৮৫)
- কর্মা (১৯৮৬)
- সৌদাগর (১৯৯১)
- করন অর্জুন (১৯৯৫)
- দুশমন (১৯৯৮)
- সোলজার (১৯৯৮)
- তাল (১৯৯৯)
- কোই মিল গয়া (২০০৩)
- কৃষ (২০০৬)
তথ্যসূত্র
- Aradhana writer Bhowmick passes away
- "চলে গেলেন শচীন ভৌমিক"। বিনোদন। প্রথম আলো। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১১।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শচীন ভৌমিক (ইংরেজি)
- Biography
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.