শঙ্কর চক্রবর্তী (অভিনেতা)

শঙ্কর চক্রবর্তী বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। যিনি বেশ কয়েকটি সিরিয়ালও অভিনয় করেছেন এবং অসংখ্য বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।[1][2]

শঙ্কর চক্রবর্তী
জন্ম
হারাধন চক্রবর্তী
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
পরিচিতির কারণ বিবাহো অভিযান তে গানশা বাজানো।

চলচ্চিত্রের তালিকা

  • চিত্রা (অপ্রকাশিত)
  • ভ্রুণ (অসন্তুষ্ট)
  • কর্নেল (অসন্তুষ্ট)
  • জানবাজ (২০১৯)
  • মাতি (২০১৮)
  • মোট দাদাগিরি (২০১৮)
  • কি কোরে তোকে বলব
  • নকশাল (২০১৫)
  • গেম (২০১৪)
  • চূড়ান্ত মিশন (২০১৩)
  • দত্ত বনাম দত্ত (২০১২)
  • কিশোর কন্যা (২০১২)
  • ডার্লিং (২০১২)
  • উল্লাস (চলচ্চিত্র) (২০১২)
  • অ্যাস্ট্রা (২০১২)
  • পালটাক (২০১২)
  • ভোরের পাখি (২০১১)
  • গোঁসাই বাগানে ভূত (২০১১)
  • কাশ্মীরের কেলোদা (২০১১)
  • এক পোলক একতু দেখ (২০১১)
  • জানালা (২০০৯)
  • সত্যমেব জয়তে (২০০৮)
  • খেলা (২০০৮)
  • জনমাতাটা (২০০৮)
  • কালীশঙ্কর
  • হাঙ্গামা
  • দোসর (২০০৬)
  • কণা ছোট মাসতুতো ভাই (২০০৫)
  • মেয়ের আঁচল (২০০৩)
  • মণির মাঝে তুমি (২০০৩)
  • উত্তরা (২০০০)
  • আসুক (১৯৯৯)
  • জীবন সন্ধান ​​ (১৯৯৭)
  • ভয় (চলচ্চিত্র) (1996)
  • 'সংসার সংগ্রাম
  • মেজো বউ (১৯৯৫)
  • 'চরিত্র' (১৯৯৪)
  • তবু মনে রেখো (১৯৯৪)

টেলিভিশন

  • কুঞ্জছায়া (২০১৯-বর্তমান)
  • কৃষ্ণকোলি (২০১৮– বর্তমান)
  • কুন্ডো ফুলার মালা ( ২০১৭ – বর্তমান)
  • কুসুম দোলা (২০১৬– বর্তমান)
  • পটল কুমার গানওয়ালা (২০১৫–২০১৭)
  • চোখের তারা তুই (২০১৪–২০১৬)
  • এই ছেলেটাা ভেলভেলেট (২০১৬–২০১৭)
  • ভক্তর ভাগোবান শ্রী কৃষ্ণ ( ২০১– – বর্তমান)
  • ভালবাশা.কম (২০১০-২০১৪)
  • তোমায় ছাড়া ঘুম আসেনা (২০০৯-২০১৪)
  • ওগো বধু সুন্দরি (২০০৯-২০১০)

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Shankar Chakraborty: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes"timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৮
  2. "Shankar Chakraborty's new act - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.