শওকর জনকী
শওকর জনকী ভারতের তামিল চলচ্চিত্র জগতের একজন অভিনেত্রী ছিলেন। ১৯৪৯ সালে তেলুগু ভাষার চলচ্চিত্রের মাধ্যমে শওকরের চলচ্চিত্র কর্মজীবন শুরু হয়; চলচ্চিত্রটি ১৯৫০ সালে মুক্তি পেয়েছিলো, এরপর থেকে শওকর তামিল চলচ্চিত্র জগতে নিয়মিত হন। যদিও কন্নড়, মালয়ালম ভাষার চলচ্চিত্রেও তিনি কাজ করা শুরু করে দিয়েছিলেন। 'শাভুকার' ছিলো তার অভিনীত প্রথম চলচ্চিত্র এবং এটি ছিলো তেলুগু ভাষার। [1]
শওকর জনকী | |
---|---|
জন্ম | ১২ ডিসেম্বর ১৯৩১ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৪৯-১৯৯৫ |
তিনি ১৯৮৪ সালে ফিল্মফেয়ার দক্ষিণ আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন। [2]
তথ্যসূত্র
- Mary, S. B. Vijaya (২০২১-০৪-২৯)। "'Sowcar' Janaki: 'I'm an incurable romantic'"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩।
- "Lifetime Achievement Award (South) winners down the years..."। filmfare.com।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শওকর জনকী (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.