শওকত আলী (বীর প্রতীক)

শওকত আলী (আনু.১৯৫২–৪ জুলাই ২০২০) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। স্বাধীনতা যুদ্ধে তার অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করেন। মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।[1][2]

শওকত আলী
জন্মআনু.১৯৫২
মৃত্যু৪ জুলাই ২০২০
জাতীয়তাবাংলাদেশী
পরিচিতির কারণমুক্তিযোদ্ধা ও সামরিক কর্মকর্তা
সন্তান১ ছেলে ও ১ মেয়ে
পুরস্কারবীর প্রতীক

জন্ম ও প্রাথমিক জীবন

শওকত আলী আনু.১৯৫২ সালে নওগাঁর রানীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের নাসিরাবাদ প্রপার্টিজ এলাকায় তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি ১৯৬৮ সালে ম্যাট্রিক পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়ে ১৯৭০ সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মুক্তিযুদ্ধে ভূমিকা

শওকত আলী চট্টগ্রামে প্রতিরোধ পর্বে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একাংশের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধে তার অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করেন।[3]

মৃত্যু

শওকত আলী ৪ জুলাই ২০২০ সালে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে চট্টগ্রামের গরিব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।[4]

তথ্যসূত্র

  1. দৈনিক প্রথম আলো, "তোমাদের এ ঋণ শোধ হবে না" | তারিখ: ১৪-১১-২০১১
  2. একাত্তরের বীরযোদ্ধাদের অবিস্মরণীয় জীবনগাঁথা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারকগ্রহন্থ। জনতা ব্যাংক লিমিটেড। জুন ২০১২। পৃষ্ঠা ১৪০। আইএসবিএন 9789843351449।
  3. স্মরণীয় স্মারক গাঁথা, তারিখঃ ২৪-১২-২০১২।
  4. "মেজর (অব.) শওকত আলী বীর প্রতীকের দাফন সম্পন্ন"চ্যানেল আই অনলাইন। ৫ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২০

পাদটীকা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.