ল্য ফ্লোভ
ল্য ফ্লোভ (ইংরেজিতে The River নামে মুক্তি পেয়েছিল) ১৯৫১ সালের জঁ রনোয়ার পরিচালিত একটি ফরাসি নাট্যধর্মী নোয়া চলচ্চিত্র। রুমার গোডেনের দ্য রিভার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন রনোয়ার ও গোডেন। চলচ্চিত্রটি প্রযোজনা করেন কেনেথ ম্যাকএলডাউনি ও রনোয়ার। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন এসমন্ড নাইট, নোরা সুইনবার্ন, ও আর্থার শিল্ডস।
ল্য ফ্লোভ | |
---|---|
La Fleuve | |
পরিচালক | জঁ রনোয়ার |
প্রযোজক | কেনেথ ম্যাকএলডাউনি জঁ রনোয়ার |
রচয়িতা | রুমার গোডেন (উপন্যাস) জঁ রনোয়ার |
শ্রেষ্ঠাংশে |
|
বর্ণনাকারী | জুন হিলম্যান |
সুরকার | এম. এ. পার্থ সারথি |
চিত্রগ্রাহক | ক্লোদ রনোয়ার |
সম্পাদক | গেয়র্গ গেল |
প্রযোজনা কোম্পানি | অরিয়েন্টাল ইন্টারন্যাশনাল ফিল্মস |
পরিবেশক | ইউনাইটেড আর্টিস্ট্স |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ৯৯ মিনিট |
দেশ |
|
ভাষা |
|
আয় | $১ মিলিয়ন (মার্কিন যুক্তরাষ্ট্র)[1] |
চলচ্চিত্রটির চিত্রায়ন হয়েছিলে ভারতে। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এটি একটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। এছাড়া চলচ্চিত্রটি প্রায়ই সর্বকালের সেরা চলচ্চিত্রের একটি হিসেবে বিবেচিত হয়।
কুশীলব
- নোরা সুইনবার্ন - মা
- এসমন্ড নাইট - বাবা
- আর্থার শিল্ডস - জন
- সুপ্রভা মুখোপাধ্যায় - নান
- টমাস ই. ব্রিন - ক্যাপ্টেন জন
- রাধা বার্নিয়ার - মেলানি
- প্যাট্রিশিয়া ওয়াল্টার্স - হ্যারিয়েট
- অ্যাড্রিয়ান করি - ভ্যালেরি
- জুন হিলম্যান - বর্ণনাকারী
তথ্যসূত্র
- 'Top Box-Office Hits of 1952', ভ্যারাইটি, ৭ জানুয়ারি ১৯৫৩।
বহিঃসংযোগ
- অলমুভিতে ল্য ফ্লোভ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ল্য ফ্লোভ (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ল্য ফ্লোভ (ইংরেজি)
- দ্য ক্রাইটেরিয়ন কালেকশনে The River: A New Authenticity an essay by Ian Christie
টেমপ্লেট:জঁ রনোয়ার
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.