লোকসভা কেন্দ্রের তালিকা

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভা, সংসদ সদস্য (এমপি'স) নিয়ে গঠিত। প্রতিটি এমপি, প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন। বর্তমানে ৫৪৩ টি লোকসভা নির্বাচনকেন্দ্র রয়েছে।

ভারতের লোকসভা কেন্দ্র

ভারতের সংবিধানে বর্ণিত আছে লোকসভার সর্বাধিক সংখ্যা হল ৫৫২ জন সদস্য যা ভারতের রাজ্যগুলির জনগণের প্রতিনিধিত্বকারী ৫৩০ জন সদস্য এবং ২০ জন সদস্যের উপর তাদের জনসংখ্যার ভিত্তিতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রতিনিধিত্ব করেন এবং ২ জন অ্যাংলো-ইন্ডিয়ান রাষ্ট্রপতি মনোনীত হন।

নির্বাচনী এলাকার সীমানা

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের অধীনে সংসদীয় আসনগুলির তালিকা, তাদের নির্বাচনী বিধানসভা কেন্দ্র অংশ এবং সংরক্ষণের অবস্থা (যেখানে তফসিলি জাতি (তজা) অথবা তফসিলি উপজাতি (তউ) প্রার্থীর জন্য সংরক্ষিত অথবা অসংরক্ষিত) পুনরায় নির্ধারণ করা হয়েছে। কর্ণাটক বিধানসভা নির্বাচন ২০০৮ সালের মে মাসে নির্বাচিত হয় যা নতুনভাবে সীমানা নির্ধারণ বিধানসভা কেন্দ্রগুলি প্রথম নির্বাচনী রাজ্য হিসাবে ব্যবহার করেন।[1] ফলস্বরূপ ২০০৮ সালে নির্ধারিত সমস্ত নির্বাচনী বিধানসভা যেমন ছত্তিশগড়, মধ্য প্রদেশ, দিল্লির এনসিটি, মিজোরাম এবং রাজস্থান গুলিতে নতুনভাবে সংজ্ঞায়িত বিধানসভা কেন্দ্রের ভিত্তিতে নির্বাচিত হয়।[2]

সংসদীয় এবং বিধানসভা কেন্দ্রগুলির আকার ও আকৃতি নির্ধারণ করা হয় প্রতিনিধি জনগণ আইন ১৯৫১, এর ৪ নং ধারা স্বাধীন সীমানা পুনর্নির্ধারণ কমিশন কর্তৃক। ১৯৭৬ সালের একটি সাংবিধানিক সংশোধন ধারার অধীনে, জনগণনা ২০০১ সালের পরে অবধি সীমানা পুনর্নির্ধারণ স্থগিত করা হয়েছিল।[3] যদিও ২০০১ এবং ২০০৩ সালে সংবিধানে কিছু সংশোধন করা হয়েছে, তবে ১৯৭১ সালের আদমশুমারির ভিত্তিতে লোকসভা এবং রাজ্য আইনসভা পরিষদের বিভিন্ন রাজ্যে বরাদ্দকৃত বিদ্যমান আসনের মোট সংখ্যা স্থির করে দেওয়া হয়েছিল। ২০২৬ সালের পরে আদমশুমারি নেওয়া হবে, প্রদত্ত ২০০১ সালের আদমশুমারির ভিত্তিতে আঞ্চলিক সংসদীয় এবং বিধানসভা কেন্দ্রগুলিতে প্রতিটি রাজ্যকে সীমাবদ্ধ করা হয়েছে এবং নির্বাচনকেন্দ্রগুলির পরিমাণ সীমানা নির্ধারিত করা হয়েছে প্রথম আদমশুমারি থেকে ২০২৬ সাল পর্যন্ত থাকবে।[3] ২০০১ সালের আদমশুমারির ভিত্তিতে এসসি/এসটি-র জন্য সংরক্ষিত আসনের সংখ্যার উপর পুনরায় কাজ করা হবে। নির্বাচনীকেন্দ্র এমনভাবে সীমায়িত করা হবে যাতে রাজ্যে প্রতিটি সংসদীয় এবং বিধানসভা কেন্দ্রের জনসংখ্যা রাজ্য জুড়ে সমান হয়।[3]

সারাংশ

সীমানা পুনর্নির্ধারণ আইন ২০০২, এর অধীনে গঠিত সীমানা পুনর্নির্ধারণ কমিশন ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী জম্মু ও কাশ্মীর রাজ্য ব্যতীত ভারতের সমস্ত রাজ্যগুলিতে জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত ভারতে সমস্ত সংসদীয় এবং বিধানসভা কেন্দ্রগুলির সংশোধন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ভারত সরকার সীমানা পুনর্নির্ধারণ আইন ২০০২ সংশোধন করে একটি রায় জারি করেছিলেন ঝাড়খণ্ড রাজ্যের জন্য সীমানা পুনর্নির্ধারণ কমিশনের চূড়ান্ত আদেশ বাতিল করে দেয়। পরবর্তী সরকার উত্তর-পূর্বের চারটি রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ডে সীমানা নির্ধারণ প্রয়োগ করে, সীমানা পুনর্নির্ধারণ আইন ২০০২ এর ধারা ১০এ র ​​অধীনে চারটি পৃথক রায় পাস করেছে। নিম্নলিখিত সারিটিতে রাজ্যর জন্য মোট আসন সংখ্যা এবং সংরক্ষিত এসসি এবং এসটি র আসন সংখ্যা নির্দেশ করা হয়েছে।[4]

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল লোকসভার আসন তফসিলি জাতির
জন্য সংরক্ষিত
তফসিলি উপজাতির
জন্য সংরক্ষিত
অন্ধ্রপ্রদেশ২৫
অরুণাচল প্রদেশ--
আসাম১৪
বিহার৪০-
ছত্তিসগড়১১
গোয়া--
গুজরাত২৬
হরিয়ানা১০-
হিমাচল প্রদেশ-
জম্মু ও কাশ্মীর--
ঝাড়খণ্ড১৪
কর্ণাটক২৮
কেরালা২০-
মধ্য প্রদেশ২৯
মহারাষ্ট্র৪৮
মনিপুর-
মেঘালয়-
মিজোরাম-
নাগাল্যান্ড--
উড়িষ্যা২১
পাঞ্জাব১৩-
রাজস্থান২৫
সিকিম--
তামিলনাড়ু৩৯-
তেলেঙ্গানা১৭
ত্রিপুরা-
উত্তর প্রদেশ৮০১৭-
উত্তরাখণ্ড-
পশ্চিমবঙ্গ৪২১০
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ--
চন্ডীগড়--
দাদরা ও নগর হাভেলি-1
দমন ও দিউ--
লাক্ষাদ্বীপ-
এনসিটি অফ দিল্লি-
পুদুচেরি--
মোট৫৪৩৮৪৪৭

অন্ধ্রপ্রদেশ(২৫)

অন্ধ্রপ্রদেশের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নাম তফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
আরাকুত উ
শ্রীকাকুলামনা
বিজয়নগরমনা
বিশাখাপত্তনমনা
অনকাপল্লীনা
কাকিনাদানা
অমলাপুরমত জা
রাজামুন্দ্রীনা
নরসাপুরমনা
১০এলুরুনা
১১মসুলিপত্তনমনা
১২বিজয়ওয়াড়ানা
১৩গুণ্টুরনা
১৪নরসরাওপেটনা
১৫বাপটলাত জা
১৬ওঙ্গোলনা
১৭নন্দীয়ালনা
১৮কুর্নুলনা
১৯অনন্তপুরনা
২০হিন্দুপুরনা
২১কাদাপানা
২২নেল্লোরনা
২৩তিরুপতিত জা
২৪রাজমপেটনা
২৫চিত্তুরত জা

অরুণাচল প্রদেশ(২)

অরুণাচল প্রদেশ এর লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নাম তফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
অরুণাচল পশ্চিমনা
অরুণাচল পূর্বনা

আসাম (১৪)

আসাম এর লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
করিমগঞ্জত জা
শিলচরনা
স্বায়ত্ব শাসিত জেলাত উ
ধুবড়ীনা
কোকরাঝাড়ত উ
বরপেটানা
গুয়াহাটীনা
মঙ্গলদৈনা
তেজপুরনা
১০নগাঁওনা
১১কলিয়াবরনা
১২যোরহাটনা
১৩ডিব্রুগড়না
১৪লখিমপুরনা

উত্তর প্রদেশ (৮০)

উত্তর প্রদেশএর লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
শাহরানপুরনা
কৈরানানা
মুজাফফরনগরনা
বিজনোরনা
নগিনাত জা
মোরাদাবাদনা
রামপুরনা
সম্ভলনা
আমরোহানা
১০মিরাটনা
১১বাগপতনা
১২গাজিয়াবাদনা
১৩গৌতমবুদ্ধ নগরনা
১৪বুলন্দশহরত জা
১৫আলিগড়না
১৬হাথরাসত জা
১৭মথুরানা
১৮আগ্রাত জা
১৯ফতেপুর সিক্রিনা
২০ফিরোজাবাদনা
২১মৈনপুরীনা
২২এটাহনা
২৩বদাউননা
২৪আওনলানা
২৫বারেলিনা
২৬পিলিভিটনা
২৭শাহজাহানপুরত জা
২৮খেরিনা
২৯ধৌরাহরানা
৩০সীতাপুরনা
৩১হরদইত জা
৩২মিসরিখত জা
৩৩উন্নাওনা
৩৪মোহনলালগঞ্জত জা
৩৫লখনউনা
৩৬রায় বারেলিনা
৩৭আমেঠিনা
৩৮সুলতানপুরনা
৩৯প্রতাপগড়না
৪০ফারুখাবাদনা
৪১এটাওয়াত জা
৪২কনৌজনা
৪৩কানপুরনা
৪৪আকবরপুরনা
৪৫জালাউনত জা
৪৬ঝাঁসিনা
৪৭হামিরপুরনা
৪৮বান্দানা
৪৯ফতেপুরনা
৫০কৌশাম্বিত জা
৫১ফুলপুরনা
৫২এলাহাবাদনা
৫৩বরাবাঁকিত জা
৫৪ফৈজাবাদনা
৫৫আম্বেদকর নগরনা
৫৬বাহরাইচত জা
৫৭কৈসারগঞ্জনা
৫৮সরাওয়াস্তিনা
৫৯গোন্ডানা
৬০দোমারিয়াগঞ্জনা
৬১বস্তিনা
৬২সান্ত কবির নগরনা
৬৩মহারাজগঞ্জনা
৬৪গোরখপুরনা
৬৫কুশি নগরনা
৬৬দেওরিয়ানা
৬৭বনসগাঁওত জা
৬৮লালগঞ্জত জা
৬৯আজমগড়না
৭০ঘোসিনা
৭১সালেমপুরনা
৭২বাল্লিয়ানা
৭৩জৌনপুরনা
৭৪মছলিশহরত জা
৭৫গাজিপুরনা
৭৬চান্দাউলিনা
৭৭বারাণসীনা
৭৮ভাদোহিনা
৭৯মির্জাপুরনা
৮০রবার্টসগঞ্জত জা

উত্তরাখণ্ড (৫)

উত্তরাখণ্ডের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
তেহরি গাড়োয়ালনা
গাড়োয়ালনা
আলমোড়াত জা
নৈনিতাল-উধমসিং নগরনা
হরিদ্বারনা

ওড়িশা (২১)

ওড়িশা লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
বারগড়না
সুন্দরগড়ত উ
সম্বলপুরনা
কেওনঝাড়ত উ
ময়ূরভঞ্জত উ
বালাসোরনা
ভদ্রকত জা
জাজপুরত জা
ঢেঙ্কানলনা
১০বোলাঙ্গিরনা
১১কালাহান্দিনা
১২নবরঙ্গপুরত উ
১৩কান্ধামালনা
১৪কটকনা
১৫কেন্দ্রপাড়ানা
১৬জগতসিংহপুরত জা
১৭পুরীনা
১৮ভুবনেশ্বরনা
১৯আসকানা
২০ব্রহ্মপুরনা
২১কোরাপুটত উ

কর্ণাটক (২৮)

কর্ণাটকের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
চিকোড়িনা
বেলাগাভীনা
বাগলকোটনা
বিজাপুরত জা
গুলবার্গাত জা
রাইচুরত উ
বিদারনা
কোপ্পালনা
বেল্লারিত উ
১০হাবেরীনা
১১ধরওয়াড়না
১২উত্তর কন্নড়না
১৩দেবাঙ্গেরেনা
১৪শিমোগানা
১৫উড়ুপি চিকমাগালুরনা
১৬হাসাননা
১৭দক্ষিণ কন্নড়না
১৮চিত্রদুর্গত জা
১৯তুমকুরনা
২০মান্ড্যনা
২১মহীশূরনা
২২চামরাজনগরত জা
২৩ব্যাঙ্গালোর গ্রামীণনা
২৪ব্যাঙ্গালোর উত্তরনা
২৫ব্যাঙ্গালোর সেন্ট্রালনা
২৬ব্যাঙ্গালোর দক্ষিণনা
২৭চিকবল্লাপুরনা
২৮কোলারত জা

কেরালা (২০)

কেরালার লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
কাসারগড়না
কুন্নুরনা
বড়করানা
বয়নাড়ুনা
কালিকটনা
মালাপ্পুরমনা
পোন্নানিনা
পালক্কাড়না
আলাতুরত জা
১০ত্রিশূরনা
১১চালাকুড়িনা
১২এর্নাকুলামনা
১৩ইদুক্কিনা
১৪কোট্টায়ামনা
১৫আলেপ্পিনা
১৬মাবেলীকরাত জা
১৭পত্তনমতিট্টানা
১৮কোল্লামনা
১৯আত্তিঙ্গলনা
২০তিরুবনন্তপুরমনা

গুজরাত (২৬)

গুজরাতের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
কচ্ছত জা
বনসকান্ঠানা
পাটাননা
মেহসানানা
সবরকান্ঠানা
গান্ধীনগরনা
আমেদাবাদ পূর্বনা
আমেদাবাদ পশ্চিমত জা
সুরেন্দ্রনগরনা
১০রাজকোটনা
১১পোরবন্দরনা
১২জামনগরনা
১৩জুনাগড়না
১৪আমরেলিনা
১৫ভাবনগরনা
১৬আনন্দনা
১৭খেদানা
১৮পঞ্চমহলনা
১৯দাহোদত উ
২০ভডোদরানা
২১ছোট উদয়পুরত উ
২২ভারুচনা
২৩বারদোলিত উ
২৪সুরাটনা
২৫নভসারিনা
২৬ভালসাদত উ

গোয়া (২)

গোয়া এর লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
উত্তর গোয়ানা
দক্ষিণ গোয়ানা

ছত্তিসগড় (১১)

ছত্তিসগড়ের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
সরগুজাত উ
রায়গড়ত উ
জাঞ্জগিরত জা
কোরবানা
বিলাসপুরনা
রাজনন্দগাঁওনা
দুর্গনা
রায়পুরনা
মহাসমুন্দনা
১০বস্তারত উ
১১কাঙ্কেরত উ

ঝাড়খণ্ড (১৪)

ঝাড়খণ্ডের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
রাজমহলত উ
দুমকাত উ
গোড্ডানা
ছাতরানা
কোডারমানা
গিরিডিনা
ধানবাদনা
রাঁচিনা
জামসেদপুরনা
১০সিংভূমত উ
১১খুঁটিত উ
১২লোহারদাগাত উ
১৩পালামৌত জা
১৪হাজারীবাগনা

তামিলনাড়ু (৩৯)

তামিলনাড়ুর লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
থিরুভাল্লুরত জা
চেন্নাই উত্তরনা
চেন্নাই দক্ষিণনা
চেন্নাই সেন্ট্রালনা
শ্রীপেরুম্বুদুরনা
কাঞ্চীপুরমত জা
আরক্কোনমনা
ভেলোরনা
কৃষ্ণগিরিনা
১০ধর্মপুরীনা
১১তিরুবন্নামালাইনা
১২আরণিনা
১৩ভিল্লুপুরমত জা
১৪কালকুরিচিনা
১৫সালেমনা
১৬নামক্কালনা
১৭ইরোড়ুনা
১৮তিরুপুরনা
১৯নীলগিরিত জা
২০কোয়েম্বাটুরনা
২১পোল্লাচিনা
২২দিন্দিগুলনা
২৩কারুরনা
২৪তিরুচিরাপল্লীনা
২৫পেরাম্বালুরনা
২৬কুড্ডালোরনা
২৭চিদম্বরমত জা
২৮মায়িলাড়ুতুরাইনা
২৯নাগপত্তনমত জা
৩০তাঞ্জাবুরনা
৩১শিবগঙ্গানা
৩২মাদুরাইনা
৩৩তেনিনা
৩৪ভিরুধুনগরনা
৩৫রামনাথপুরমনা
৩৬তুতুকুড়িনা
৩৭তেনকাশীত জা
৩৮তিরুনেলভেলিনা
৩৯কন্যাকুমারীনা

তেলেঙ্গানা (১৭)

তেলেঙ্গানার লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
আদিলাবাদত উ
পেড্ডাপল্লীত জা
করিমনগরনেই
নিজামাবাদনেই
জাহিরাবাদনেই
মেদকনেই
মলকাজগিরিনেই
সেকেন্দ্রাবাদনেই
হায়দ্রাবাদনেই
১০চেবেল্লানেই
১১মাহবুবনগরনেই
১২নাগরকর্নুলত জা
১৩নলগোণ্ডানেই
১৪ভোঙ্গীরনেই
১৫ওয়ারাঙ্গলত জা
১৬মাহবুবাবাদত উ
১৭খাম্মামনেই

ত্রিপুরা (২)

ত্রিপুরার লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
ত্রিপুরা পশ্চিমনা
ত্রিপুরা পূর্বত উ

নাগাল্যান্ড (১)

নাগাল্যান্ডএর লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
নাগাল্যান্ডনা

পশ্চিমবঙ্গ (৪২)

পশ্চিমবঙ্গএর লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
কোচবিহারত জা
আলিপুরদুয়ারত উ
জলপাইগুড়িত জা
দার্জিলিংনা
রায়গঞ্জনা
বালুরঘাটনা
মালদা উত্তরনা
মালদা দক্ষিণনা
জঙ্গিপুরনা
১০বহরমপুরনা
১১মুর্শিদাবাদনা
১২কৃষ্ণনগরনা
১৩রানাঘাটত জা
১৪বনগাঁত জা
১৫ব্যারাকপুরনা
১৬দমদমনা
১৭বারাসাতনা
১৮বসিরহাটনা
১৯জয়নগরত জা
২০মথুরাপুরত জা
২১ডায়মন্ড হারবারনা
২২যাদবপুরনা
২৩কলকাতা দক্ষিণনা
২৪কলকাতা উত্তরনা
২৫হাওড়ানা
২৬উলুবেড়িয়ানা
২৭শ্রীরামপুরনা
২৮হুগলীনা
২৯আরামবাগত জা
৩০তমলুকনা
৩১কাঁথিনা
৩২ঘাটালনা
৩৩ঝাড়গ্রামত উ
৩৪মেদিনীপুরনা
৩৫পুরুলিয়ানা
৩৬বাঁকুড়ানা
৩৭বিষ্ণুপুরত জা
৩৮বর্ধমান পূর্বত জা
৩৯বর্ধমান-দুর্গাপুরনা
৪০আসানসোলনা
৪১বোলপুরত জা
৪২বীরভূমনা

পাঞ্জাব (১৩)

পাঞ্জাবের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
গুরুদাসপুরনা
অমৃতসরনা
খাদুর সাহিবনা
জলন্ধরত জা
হোশিয়ারপুরত জা
আনন্দপুর সাহিবনা
লুধিয়ানানা
ফতেগড় সাহিবত জা
ফরিদকোটত জা
১০ফিরোজপুরনা
১১ভাটিণ্ডানা
১২সঙ্গরুরনা
১৩পাতিয়ালানা

বিহার (৪০)

বিহারের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
বাল্মীকি নগরনা
পশ্চিম চম্পারণনা
পূর্বী চম্পারণনা
শিওহরনা
সীতামঢ়ীনা
মধুবনীনা
ঝঞ্ঝারপুরনা
সুপৌলনা
অররিয়ানা
১০কিশানগঞ্জনা
১১কাটিহারনা
১২পূর্ণিয়ানা
১৩মাধেপুরানা
১৪দ্বারভাঙানা
১৫মুজাফফরপুরনা
১৬বৈশালীনা
১৭গোপালগঞ্জত জা
১৮সিওয়াননা
১৯মহারাজগঞ্জনা
২০সরণনা
২১হাজীপুরত জা
২২উজিয়ারপুরনা
২৩সমস্তিপুরত জা
২৪বেগুসরাইনা
২৫খাগারিয়ানা
২৬ভাগলপুরনা
২৭বাঁকানা
২৮মুঙ্গেরনা
২৯নালন্দানা
৩০পাটনা সাহেবনা
৩১পাটলিপুত্রনা
৩২আরানা
৩৩বক্সারনা
৩৪সাসারামত জা
৩৫কারাকাটনা
৩৬জাহানাবাদনা
৩৭ঔরঙ্গাবাদনা
৩৮গয়াত জা
৩৯নয়াদানা
৪০জামুইত জা

মণিপুর (২)

মণিপুরএর লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
অন্তঃস্থ মণিপুরনা
বহিঃস্থ মণিপুরত উ

মধ্য প্রদেশ (২৯)

মধ্যপ্রদেশের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
মোরেনানা
ভিন্দত জা
গোয়ালিয়রনা
গুনানা
সাগরনা
টিকামগড়ত জা
দামোহনা
খাজুরাহোনা
সাতনানা
১০রেওয়ানা
১১সিধিনা
১২শাদোলত উ
১৩জবলপুরনা
১৪মণ্ডলাত উ
১৫বালাঘাটনা
১৬ছিন্দওয়ারানা
১৭হোসাঙ্গাবাদনা
১৮বিদিশানা
১৯ভোপালনা
২০রাজগড়না
২১দেওয়াসত জা
২২উজ্জয়িনীত জা
২৩মন্দসৌরনা
২৪রৎলামত উ
২৫ধারত উ
২৬ইন্দোরনা
২৭খরগাঁওত উ
২৮খাণ্ডোয়ানা
২৯বেতুলত উ

মহারাষ্ট্র (৪৮)

মহারাষ্ট্রের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
নন্দুরবারত উ
ধুলেনা
জলগাঁওনা
রাবেরনা
বুলঢানানা
অকোলানা
অমরাবতীত জা
ওয়ারধানা
রামটেকত জা
১০নাগপুরনা
১১ভাণ্ডারা-গোণ্ডিয়ানা
১২গড়চিরোলি-চিমুরত উ
১৩চন্দ্রপুরনা
১৪যাবৎমল-ওয়াসিমনা
১৫হিঙ্গোলিনা
১৬নান্দেদনা
১৭পারভানিনা
১৮জালনানা
১৯ঔরঙ্গাবাদনা
২০দিন্দোরিত উ
২১নাসিকনা
২২পালঘরত উ
২৩ভিওয়াণ্ডীনা
২৪কল্যাণনা
২৫থানেনা
২৬মুম্বাই উত্তরনা
২৭মুম্বাই উত্তর পশ্চিমনা
২৮মুম্বাই উত্তর পূর্বনা
২৯মুম্বাই উত্তর মধ্যনা
৩০মুম্বাই দক্ষিণ মধ্যনা
৩১মুম্বাই দক্ষিণনা
৩২রায়গড়না
৩৩মাবলনা
৩৪পুনেনা
৩৫বারামতীনা
৩৬শিরুরনা
৩৭আহমেদনগরনা
৩৮শিরডিত জা
৩৯বীডনা
৪০ওসমানাবাদনা
৪১লাতুরত জা
৪২সোলাপুরত জা
৪৩মাধানা
৪৪সাঙ্গলিনা
৪৫সাতারানা
৪৬রত্নগিরি-সিন্ধুদূর্গনা
৪৭কোলহাপুরনা
৪৮হাতকণঙ্গলেনা

মিজোরাম (১)

মিজোরামএর লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
মিজোরামত উ

মেঘালয় (২)

মেঘালয়র লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
শিলংত উ
তুরাত উ

রাজস্থান (২৫)

রাজস্থান রাজ্যের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
গঙ্গানগরত জা
বিকানেরত জা
চুরুনা
ঝুনঝুনুনা
সীকরনা
জয়পুর গ্রামীণনা
জয়পুরনা
আলোয়ারনা
ভরতপুরত জা
১০কারৌলি-ঢোলপুরত জা
১১দৌসাত উ
১২টঙ্ক সওয়াই মাধোপুরনা
১৩আজমীরনা
১৪নাগৌরনা
১৫পালিনা
১৬যোধপুরনা
১৭বাড়মেরনা
১৮জালোরনা
১৯উদয়পুরত উ
২০বাঁশওয়ারাত উ
২১চিতোরগড়না
২২রাজসমন্দনা
২৩ভিলওয়াড়ানা
২৪কোটানা
২৫ঝালাওয়াড়-বরননা

সিকিম (১)

সিকিমএর লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
সিকিমনা

হরিয়ানা (১০)

হরিয়ানার লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
আম্বালাত জা
কুরুক্ষেত্রনা
সিরসাত জা
হিসারনা
কারণালনা
সোনিপথনা
রোহতকনা
ভিওয়ানি–মহেন্দ্রগড়না
গুরগাঁওনা
১০ফরিদাবাদনা

হিমাচল প্রদেশ (৪)

হিমাচল প্রদেশের লোকসভা কেন্দ্র
লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
কাংড়ানা
মণ্ডীনা
হামিরপুরনা
সিমলাত জা

কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী নির্বাচনী কেন্দ্র

জম্মু ও কাশ্মীর ও লাদাখের লোকসভা কেন্দ্র

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (১)

লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জনা

চণ্ডীগড় (১)

লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
চন্ডীগড়না

জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি (৭)

লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
চাঁদনী চকনা
উত্তর পূর্ব দিল্লিনা
পূর্ব দিল্লিনা
নয়া দিল্লিনা
উত্তর পশ্চিম দিল্লিত জা
পশ্চিম দিল্লিনা
দক্ষিণ দিল্লিনা

জম্মু ও কাশ্মীর (৫)

লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
বারমুলানা
শ্রীনগরনা
অনন্তনাগনা
উধমপুরনা
জম্মুনা

দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি (২)

লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
দাদরা ও নগর হাভেলিত উ
দমন ও দিউনা

পুদুচেরি (১)

লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
পুদুচেরিনা

লাক্ষাদ্বীপ (১)

লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
লাক্ষাদ্বীপত উ

লাদাখ (১)

লোকসভা কেন্দ্রের
ক্রমিক সংখ্যা
লোকসভা কেন্দ্রের নামতফঃ জাতি/উপজাতির
জন্য সংরক্ষিত
লাদাখনা

তথ্যসূত্র

  1. "Campaigning ends in segments going to polls in first phase"The Hindu। ২০০৮-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২৭
  2. "Press Note (Subject: Schedule for General Election to the Legislative Assemblies of Chhattisgarh, Madhya Pradesh, Mizoram, Rajasthan and NCT of Delhi)" (পিডিএফ)। Election Commission of India। ২০০৮-১০-১৪। ২০০৮-১০-৩১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২৭
  3. "THE REPRESENTATION OF THE PEOPLE (AMENDMENT) BILL, 2008" (পিডিএফ)PRS India। ২০ মার্চ ২০১৯। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।

বহিঃসংযোগ

Delimitation Act of 2002

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.