লোকসঙ্গীত
লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে। যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, গম্ভীরা ইত্যাদি।
সমসাময়িক লোকসঙ্গীত | |
---|---|
শৈলীগত বূৎপত্তি | লোক সঙ্গীত |
সাংস্কৃতিক বূৎপত্তি | বিংশ শতাব্দীর প্রথম দিকে |
প্রথাগত বাদ্যযন্ত্র | দেখুন লোক বাদ্যযন্ত্র |
অমৌলিক গঠন |
|
উপধারা | |
| |
সম্মিলিত ধারা | |
| |
অন্যান্য বিষয় | |
|
বৈশিষ্ট্য
- মৌখিকভাবে লোকসমাজে প্রচারিত।
- সম্মিলিত বা একক কণ্ঠে গাওয়া যেতে পারে।
- প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের মুখে মুখে এর বিকাশ ঘটে।
- সাধারণত নিরক্ষর মানুষের রচনায় এবং সুরে এর প্রকাশ ঘটে।
- আঞ্চলিক ভাষায় উচ্চারিত হয়।
- প্রকৃতির প্রাধান্য বেশি ।
- দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, প্রকাশ পায়।
- গ্রাম বাংলার মানুষের জীবন যাপন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
বহিঃসংযোগ
মূলত এই সকল লোকসঙ্গীত অঞ্চল্ভেদে ভিন্ন ভিন্ন নামে প্রকাশীত হইয়াছে । যেমন-ভাটিয়ালি গানটি বাংলাদেশের ভাটিঅঞ্চলে অর্থাৎ ময়মন্সিংহ,নেত্রকনা,কিশরগঞ্জে বেশি প্রচলিত ।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.