লেমুয়া ইউনিয়ন
লেমুয়া বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফেনী সদর উপজেলার একটি ইউনিয়ন।
লেমুয়া | |
---|---|
ইউনিয়ন | |
৯নং লেমুয়া ইউনিয়ন পরিষদ | |
লেমুয়া লেমুয়া | |
স্থানাঙ্ক: ২২°৫৭′১৫″ উত্তর ৯১°২৬′৪৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ফেনী সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোশাররফ উদ্দিন নাছিম |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯০১ |
আয়তন
আয়তন ৬.৪ (বর্গ কি:মি:)
জনসংখ্যা
লোক সংখ্যা ৩৫,০০০ জন (প্রায়)
জনবল
লেমুয়া ইউনিয়ন পরিষদে তের জন নির্বাচিত পরিষদ সদস্য,একজন ইউনিয়ন পরিষদ সচিব ও ০৯ (নয়) জন ইউনিয়ন গ্রাম পুলিশ রয়েছে।[1]
অবস্থান ও সীমানা
ফেনী সদর উপজেলার দক্ষিণাংশে লেমুয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে ফরহাদনগর ইউনিয়ন, উত্তরে ছনুয়া ইউনিয়ন, উত্তর-পশ্চিমে কালিদহ ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে ধলিয়া ইউনিয়ন এবং দক্ষিণে কালিদাস পাহালিয়া নদী ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
লেমুয়া ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- লেমুয়া
- দক্ষিণ লেমুয়া
- মধ্যম লেমুয়া
- কেরনীয়া
- বাণিজ্যিক এলাকা
- সওদাগর পাড়া
- মাষ্টার পাড়া
- নেয়াজপুর
- তেরবাড়ীয়া
- মীরগঞ্জ
- উত্তর চাঁদপুর
- মধ্যম চাঁদপুর
- দক্ষিণ চাঁদপুর
- ধর্মপুর
- রামপুর
- নেয়ামতপুর
- নারায়নপুর
- কসবা
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়:-
- লেমুয়া উচ্চ বিদ্যালয়
- শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়
- উত্তর চাঁদপুর উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা:-
- লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- আব্দুল কাদের জিলানী মাদ্রাসা
- লেমুয়া মডেল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয় -
- দক্ষিণ লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চাঁদপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চাঁদপুর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেরোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নেয়াজপুর বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন :-
- ১) জুমদারহাট মডেল একাডেমী
- ২) লেমুয়া একাডেমী
- ৩) দি চিলড্রেন এডুকেশন ইনস্টিটিউট
- ৪) এন এস পিপলস একাডেমী
যোগাযোগ ব্যবস্থা
ফেনী শহর হতে ৭ কিলোমিটার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লেমুয়া ব্রীজ এর অবস্থান। প্রধান যোগাযোগ মাধ্যম আনন্দ সুপার বাস ও লেগুনা।
খাল ও নদী
কালিদাস পাহালিয়া খাল।
হাট-বাজার
লেমুয়া বাজার, কসকা বাজার, মজুমদার হাট।
দর্শনীয় স্থান
নিহাল পল্লী, লেমুয়া বেইলী ব্রীজ।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোশাররফ উদ্দিন নাছিম।
আরও দেখুন
তথ্যসূত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুলাই ২০২১ তারিখে
- "লেমুয়া ইউনিয়ন"। ২০২১-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৮।