লেবানীয় ফুটবল অ্যাসোসিয়েশন

লেবানীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الاتحاد اللبناني لكرة القدم, ফরাসি: Fédération Libanaise de Football, ইংরেজি: Lebanese Football Association; এছাড়াও সংক্ষেপে এলএফএ নামে পরিচিত) হচ্ছে লেবাননের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩১ বছর পর ১৯৬৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত।

লেবানীয় ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত২২ মার্চ ১৯৩৩ (1933-03-22)[1]
সদর দপ্তরবৈরুত, লেবানন
ফিফা অধিভুক্তি১৯৩৬[1]
এএফসি অধিভুক্তি১৯৬৪
সভাপতি হাশেম হায়দার
সহ-সভাপতি রেমঁদ সেমান
ওয়েবসাইটlebanesefootballassociation.com

এই সংস্থাটি লেবাননের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লেবানীয় প্রিমিয়ার লীগ এবং লেবানীয় নারী ফুটবল লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে লেবানীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন হাশেম হায়দার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জিহাদ আল চহোফ।

কর্মকর্তা

২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিহাশেম হায়দার
সহ-সভাপতিরেমন্ড সেমান
সাধারণ সম্পাদকজিহাদ আল চহোফ
কোষাধ্যক্ষমাহমুদ আল রাবাহ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালকমুহাম্মদ বাসেম
ফুটসাল সমন্বয়কারীসেমান জর্জিস দুয়াইহি
জাতীয় দলের কোচ (পুরুষ)জামাল তাহা
জাতীয় দলের কোচ (নারী)ওয়েল ঘারজেদ্দিন
রেফারি সমন্বয়কারীতাল্লাত নাজম

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.