লেগিয়া ওয়ারশ
লেগিয়া ভারশাভা (পোলীয় উচ্চারণ: [ˈlɛɡʲja varˈʂava], পোলীয়: Legia Warszawa; এছাড়াও লেগিয়া ওয়ারশ নামে পরিচিত) হচ্ছে ওয়ারশ ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[2] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯১৬ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছে। লেগিয়া ওয়ারশ তাদের সকল হোম ম্যাচ ওয়ারশের স্তাদিওন এম. মার্শাউকা ইয়োজেফা পিউসুদস্কিয়েগোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩১,৮০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আলেকসান্দার ভুকভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন দারিউশ মিওদুস্কি। পোলীয় রক্ষণভাগের খেলোয়াড় আর্তুর জেদরেকজিক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | লেগিয়া ভারশাভা এসএ | |||
---|---|---|---|---|
ডাকনাম | ভয়স্কভি, লেগিওনিশৎসি | |||
প্রতিষ্ঠিত | মার্চ ১৯১৬ দ্রুজিনা স্পোর্তোয়া লেগিয়া (লেগিয়া ক্রীড়া দল) | |||
মাঠ | স্তাদিওন এম. মার্শাউকা ইয়োজেফা পিউসুদস্কিয়েগো | |||
ধারণক্ষমতা | ৩১,৮০০[1] | |||
সভাপতি | দারিউশ মিওদুস্কি | |||
ম্যানেজার | আলেকসান্দার ভুকভিচ | |||
লিগ | একস্ত্রাকলাসা | |||
২০১৮–১৯ | ২য় | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ঘরোয়া ফুটবলে, লেগিয়া ওয়ারশ এপর্যন্ত ৩৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৩টি একস্ত্রাকলাসা, ১৯টি পোলীয় কাপ এবং ৪টি পোলীয় সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, লেগিয়া ওয়ারশের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৬৯–৭০ ইউরোপীয় কাপের সেমি-ফাইনালে পৌঁছানো; যেখানে তারা ওলন্দাজ ক্লাব ফেইয়ানর্টের ০–২ গোলে পরাজিত হয়েছিল।
অর্জন
ঘরোয়া
- একস্ত্রাকলাসা: (১৩)
- ১৯৫৫, ১৯৫৬, ১৯৬৮–৬৯, ১৯৬৯–৭০, ১৯৯৩–৯৪, ১৯৯৪–৯৫, ২০০১–০২, ২০০৫–০৬, ২০১২–১৩, ২০১৩–১৪, ২০১৫–১৬, ২০১৬–১৭, ২০১৭–১৮
- পোলীয় কাপ: (১৯)
- ১৯৫৪–৫৫, ১৯৫৫–৫৬, ১৯৬৩–৬৪, ১৯৬৫–৬৬, ১৯৭২–৭৩, ১৯৭৯–৮০, ১৯৮০–৮১, ১৯৮৮–৮৯, ১৯৮৯–৯০, ১৯৯৩–৯৪, ১৯৯৪–৯৫, ১৯৯৬–৯৭, ২০০৭–০৮, ২০১০–১১, ২০১১–১২, ২০১২–১৩, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৭–১৮
- পোলীয় সুপার কাপ: (৪)
- ১৯৮৯, ১৯৯৪, ১৯৯৭, ২০০৮
ইউরোপ
- ইউরোপীয় কাপ/চ্যাম্পিয়নস লীগ:
- সেমি-ফাইনাল (১): ১৯৬৯–৭০
- কোয়ার্টার-ফাইনাল (২): ১৯৭০–৭১, ১৯৯৫–৯৬
- গ্রুপ পর্ব (১): ২০১৬–১৭
- উয়েফা কাপ উইনার্স কাপ:
- সেমি-ফাইনাল (১): ১৯৯০–৯১
- কোয়ার্টার-ফাইনাল (২): ১৯৬৪–৬৫, ১৯৮১–৮২
- উয়েফা ইউরোপা লীগ:
- গ্রুপ পর্ব (২): ২০১৩–১৪, ২০১৫–১৬
- ৩২ দলের পর্ব (৩): ২০১১–১২, ২০১৪–১৫, ২০১৬–১৭
তথ্যসূত্র
- "২০১১–১২ উয়েফা ইউরোপা লীগের পরিসংখ্যান বই" (পিডিএফ)। ২ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
- "পোল্যান্ড – চূড়ান্ত পয়েন্ট তালিকা (আরএসএসএফ)"। rsssf.com। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৩।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (পোলীয়) (ইংরেজি)
টেমপ্লেট:লেগিয়া ওয়ারশ টেমপ্লেট:একস্ত্রাকলাসা