লুৎফুর রহমান (দ্ব্যর্থতা নিরসন)
লুৎফুর রহমান (আরবি: لطف الرحمن) একটি পুরুষ নাম যার অর্থ পরম করুণাময়ের দান/দয়া।
লুুৎফুুর রহমান দ্বারা উইকিপিডিয়ায় থাকা নিবন্ধ নিচের যে কাউকে বোঝানো যেতে পারেঃ-
- লুৎফুর রহমান, যুক্তরাজ্যের লন্ডনের একজন স্থানীয় রাজনীতিবিদ।
- লুৎফুর রহমান (সংসদ সদস্য), সিলেট জেলার একজন রাজনীতিবিদ। ১৯৭৯ সালের নির্বাচনের সিলেট-৬ এর সাংসদ।
- লুৎফুর রহমান (রাজনীতিবিদ), পাকিস্তানি রাজনীতিবিদ যিনি ডেরা ইসমাইল খানের জামিয়াত ওলামায়ে ইসলাম (এফ) এর নেতা।
আরও দেখুন
- লুৎফর রহমান (রাজনীতিবিদ) – গাইবান্ধা জেলা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও গাইবান্ধা-২ আসনের সাবেক সাংসদ।
- লুৎফর রহমান চৌধুরী, গাইবান্ধা জেলার একজন রাজনীতিবিদ ও গাইবান্ধা-৪ আসনের সাবেক সাংসদ।
- লুৎফর রহমান রিটন, বাংলাদেশের একজন ছড়াকার।
- মোহাম্মদ লুৎফর রহমান, ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, সম্পাদক ও সমাজকর্মী। তিনি 'ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান' হিসেবে পরিচিত ছিলেন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.