লুম্বিনী প্রদেশ
লুম্বিনী প্রদেশ (নেপালি: लुम्बिनी प्रदेश) নেপালের নবগঠিত সাতটি প্রদেশের অন্যতম। নেপালের নতুন সংবিধান অনুসারে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর এটি গঠিত হয়।[1] প্রদেশ নং ৫ এর উত্তরে গণ্ডকী ও কর্ণালী প্রদেশ, পূর্বে গণ্ডকী প্রদেশ, পশ্চিমে সুদূরপশ্চিম প্রদেশ এবং দক্ষিণে ভারতের উত্তর প্রদেশ অবস্থিত। ২০১৮ সালের ১৭ জানুয়ারি প্রদেশ সভার অধিবেশনে বুটওয়ালকে প্রদেশের অন্তর্বর্তীকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
লুম্বিনী প্রদেশ लुम्बिनी प्रदेश | |
---|---|
প্রদেশ | |
উপর থেকে বাম থেকে ডানে লুম্বিনীর মায়া দেবী মন্দির, ঢোরপাটন শিকার ক্ষেত্র, রানিঘাট প্রাসাদ, বাগেশ্বরী মন্দির এবং বর্দিয়া জাতীয় উদ্যানে একটি বেঙ্গল টাইগার | |
প্রদেশ নং ৫ -এর অবস্থান | |
প্রদেশ নং ৫ এর জেলাসমূহ | |
দেশ | নেপাল |
প্রতিষ্ঠা | ২০ সেপ্টেম্বর ২০১৫ |
রাজধানী | বুটওয়াল |
বৃহত্তম শহর | ঘোরাহী |
জেলা | ১২টি |
সরকার | |
• শাসক | প্রদেশ নং ৫ সরকার |
• গভর্নর | উমাকান্ত ঝা |
• মুখ্যমন্ত্রী | শংকর পোখারেল (এনসিপি) |
• উচ্চ আদালত | তুলসিপুর উচ্চ আদালত |
• প্রদেশ সভা | এক কক্ষবিশিষ্ট (৮৭ আসন) |
• প্রতিনিধি সভায় আসন | ২৬ |
আয়তন | |
• মোট | ২২,২৮৮ বর্গকিমি (৮,৬০৫ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৩য় |
জনসংখ্যা | |
• মোট | ৪৪,৯৯,২৭২ |
• ক্রম | ৪র্থ |
• জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫২০/বর্গমাইল) |
• ঘনত্বের ক্রম | ৩য় |
সময় অঞ্চল | এনএসটি (ইউটিসি+০৫:৪৫) |
ভৌগোলিক কোড | এনপি-এফআই |
প্রধান ভাষাসমূহ | ১. নেপালি ভাষা (৫১.৬%) ২. থারু ভাষা (১২.২৬%) ৩. অবধি ভাষা (১০.১৮%) |
এইচডিআই সূচক | ০.৫১৯ (নিম্ন) |
সাক্ষরতা | ৬৬.৪৩% |
লিঙ্গানুপাত | ৯০.৪৩ ♂/১০০ ♀ (২০১১) |
ওয়েবসাইট | https://pradesh-5.com/ |
সরকার ও প্রশাসন
নেপালের নতুন সংবিধান অনুসারে প্রদেশ নং ৫ এর প্রশাসনিক প্রধান হলেন গভর্নর, প্রদেশ সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী এবং বিচার বিভাগের প্রধান হলেন তুলসিপুর উচ্চ আদালতের প্রধান বিচারপতি।[2] প্রদেশ নং ৫ এর বর্তমান গভর্নর হলেন উমাকান্ত ঝা, মুখ্যমন্ত্রী শংকর পোখরেল এবং তুলসিপুর উচ্চ আদালতের প্রধান বিচারপতি হলেন নহকুল সুবেদী।[3][4] প্রদেশ নং ৫ এর প্রদেশ সভার আসন সংখ্যা ৮৭। নেপালের কেন্দ্রীয় প্রতিনিধি সভার ২৬ জন সদস্য এই প্রদেশ থেকে নির্বাচিত হন।[5]
নেপালের অন্যান্য প্রদেশের মতোই প্রদেশ নং ৫ এর প্রদেশ সভা এক কক্ষবিশিষ্ট। প্রতিটি প্রদেশ সভার মেয়াদ পাঁচ বছর। প্রদেশ নং ৫ এর প্রদেশ সভার অস্থায়ী কার্যালয় বুটওয়ালের চেম্বার অব কমার্স সম্মেলন হলে অবস্থিত।[6]
প্রশাসনিক বিভাগসমূহ
প্রদেশ নং ৫ তে মোট ১২টি জেলা রয়েছে। জেলার প্রশাসনিক দায়িত্বে থাকেন জেলা সমন্বয় সমিতির প্রধান ও জেলা প্রশাসন কর্মকর্তা। প্রতিটি জেলাকে আবার নগর ও গ্রামপালিকায় বিভক্ত করা হয়েছে। প্রদেশ নং ৫ এ মোট ৩২টি নগর, ৪টি উপ-মহানগর এবং ৭৩টি গ্রামপালিকা রয়েছে।[7]
প্রদেশ নং ৫ এর জেলাসমূহ:
আরো দেখুন
তথ্যসূত্র
- "Nepal Provinces"। statoids.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- "High Courts get their chief judges" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- "Shankar Pokharel appointed Province 5 CM" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-১৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- "President of Nepal administers oath to Chiefs of seven provinces | ডিডি নিউজ"। ddnews.gov.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- "CDC creates 495 constituencies" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-৩১। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- "First Provincial Assembly meet of Province no 5 begins" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- "स्थानिय तह"। 103.69.124.141। ২০১৮-০৮-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।