লুক শ

লুক পল হোয়ারে শ (জন্ম ১২ জুলাই ১৯৯৫) একজন ইংরেজ পেশাদার ফুটবলার যিনি একজন ডিফেন্ডার হিসেবে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড জাতীয় দলে খেলে থাকেন। তিনি মূলত একজন লেফট ব্যাক

লুক শ
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবখেলছেন শ, ২০১৫ সালে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লুক পল হোয়ারে শ[1]
জন্ম (1995-07-12) ১২ জুলাই ১৯৯৫[2]
জন্ম স্থান কিংস্টন আপন থেমস, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান লেফট ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ২৩
যুব পর্যায়
২০০৩–২০১১ সাউথহ্যাম্পটন একাডেমী
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৪ সাউথহ্যাম্পটন ৬০ (০)
২০১৪– ম্যানচেস্টার ইউনাইটেড ২১ (০)
জাতীয় দল
২০১১ ইংল্যান্ড অনূর্ধ্ব- ১৬ (১)
২০১১-২০১২ ইংল্যান্ড অনূর্ধ্ব- ১৭ (০)
২০১৩– ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
২০১৪– ইংল্যান্ড (০)
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 ইংল্যান্ড-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
রানার-আপ২০২০
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ঃ২১,২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লুক শ মূলত সাউথহ্যাম্পটনের যুব দলের মাধ্যমে বেড়ে একজন খেলোয়াড়। ২০১২ সালের জানুয়ারি মাসে ক্লাবের হয়ে প্রথমবারের মত মাঠে নামেন এবং ঐ বছরের মে মাসে ক্লাবের সাথে পেশাদার চুক্তি সাক্ষর করেন এবং পরবর্তী ২ মৌসুমে দলের প্রথম একাদশে নিয়মিত মুখ হয়ে ওঠে। ২০১৪ সালে, আরেক প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড লুক শ কে £৩০ মিলিয়ন ট্রান্সফার ফির বিনিময়ে তাদের ক্লাবে চুক্তিবদ্ধ করে, যা যেকোন কিশোর খেলোয়াড়ের ক্ষেত্রে সর্বোচ্চ।

৫ মার্চ ২০১৪ সালে, ডেনমার্কের বিরুদ্ধে প্রীতি খেলায় লুক শর জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে এবং পরবর্তীতে ফিফা বিশ্বকাপের ২৩ সদস্যের দলে ঠাই পান।

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

০১ জুলাই ২০১৫ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ এফএ কাপ লিগ কাপ সর্বমোট
ডিভিশনউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
সাউথহ্যাম্পটন ২০১১-১২[3] চ্যাম্পিয়নশিপ
২০১২-১৩[4] প্রিমিয়ার লিগ ২৫২৪
২০১৩-১৪[5] প্রিমিয়ার লিগ ৩৫৩8
ক্যারিয়ার সর্বমোট ৬০৬৭
ম্যানচেস্টার ইউনাইটেড ২০১৪–১৫[6] প্রিমিয়ার লিগ ১৬২০
ক্যারিয়ার সর্বমোট ৮৬৮৭

আন্তর্জাতিক

২৮সেপ্তেম্বের ২০১৫ পর্যন্ত হালনাগাদকৃত।[7]
জাতীয় দলবছরউপস্থিতিগোল
ইংল্যান্ড ২০১৪
সর্বমোট

সম্মাননা ও অর্জন

ব্যক্তিগত

  • পিএফএ প্রিমিয়ার লিগ বর্ষসেরা দল: ২০১৩-১৪

তথ্যসূত্র

  1. "Barclays Premier League Squad Lists 2013/14 are revealed"Premier League। ৪ সেপ্টেম্বর ২০১৩। ৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩
  2. "Luke Shaw"Player ProfilesSouthampton F.C.। ১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩
  3. "Games played by Luke Shaw in 2011/2012"। Soccerbase। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪
  4. "Games played by Luke Shaw in 2012/2013"। Soccerbase। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪
  5. "Games played by Luke Shaw in 2013/2014"। Soccerbase। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪
  6. "Games played by Luke Shaw in 2014/2015"। Soccerbase। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪
  7. "Player Info: Luke Paul Hoare Shaw"। englandstats.com। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.