লুকিনো ভিস্কন্তি
লুকিনো ভিসকন্তি দি মোদরোনে (২ নভেম্বর ১৯০৬ - ১৭ মার্চ ১৯৭৬) একজন ইতালীয় মঞ্চ, গীতিনাট্য ও চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। ভিসকন্তি চলচ্চিত্রে ইতালীয় নব্যবাস্তববাদের জনকদের একজন, কিন্তু পরবর্তীকালে তিনি সৌন্দর্য, মৃত্যু ও ইউরোপীয় ইতিহাসসমৃদ্ধ জাকজমকপূর্ণ চলচ্চিত্র নির্মাণের দিকে মনযোগী হন। তিনি ওসেসিওনে (১৯৪৩), সেনসো (১৯৫৪), রক্কো এ ই সোই ফ্রাতেল্লি (১৯৬০), ইল গাত্তোপার্দো (১৯৬৩), ও মোর্তে আ ভেনেজিয়া (১৯৭১) চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত।
লুকিনো ভিসকন্তি | |
---|---|
Luchino Visconti | |
জন্ম | লুকিনো ভিসকন্তি দি মোদ্রোন ২ নভেম্বর ১৯০৬ মিলান, ইতালি রাজ্য |
মৃত্যু | ১৭ মার্চ ১৯৭৬ ৬৯) | (বয়স
আত্মীয় | এরিপ্রান্দো ভিসকন্তি (ভাইপো) |
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্রের শিরোনাম | মূল শিরোনাম | টীকা |
---|---|---|---|
১৯৪৩ | ওসসেসিওনে | Ossessione | |
১৯৪৮ | লা তেররা ত্রেমা | La terra trema | মনোনীত - গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রাইজ |
১৯৫১ | বেল্লিসসিমা | Bellissima | |
১৯৫৪ | সেন্সো | Senso | মনোনীত - গোল্ডেন লায়ন |
১৯৫৭ | লে নত্তি বিয়ানচে | Le notti bianche | বিজয়ী - সিলভার লায়ন মনোনীত - গোল্ডেন লায়ন |
১৯৬০ | রককো এ ই সুই ফ্রাতেল্লি | Rocco e i suoi fratelli | বিজয়ী - শ্রেষ্ঠ পরিচালক বিভাগে নাস্ত্রো দারজেন্তো বিজয়ী - শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে নাস্ত্রো দারজেন্তো মনোনীত - গোল্ডেন লায়ন |
১৯৬৩ | ইল গাত্তোপার্দো | Il gattopardo | বিজয়ী - পাল্ম দর |
১৯৬৫ | ভাগে স্তেল্লে দেল্লোরসা | Vaghe stelle dell'Orsa | বিজয়ী - গোল্ডেন লায়ন |
১৯৬৭ | লো স্ত্রানিয়েরো | Lo straniero | মনোনীত - গোল্ডেন লায়ন |
১৯৬৯ | লা কাদুতা দেগ্লি দেই | La caduta degli dei | বিজয়ী - শ্রেষ্ঠ পরিচালক বিভাগে নাস্ত্রো দারজেন্তো মনোনীত – শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার |
১৯৭১ | মোর্তে আ ভেনেজিয়া | Morte a Venezia | বিজয়ী - শ্রেষ্ঠ পরিচালক বিভাগে দাভিদ দি দোনাতেল্লো বিজয়ী - শ্রেষ্ঠ পরিচালক বিভাগে নাস্ত্রো দারজেন্তো মনোনীত – পাল্ম দর মনোনীত – শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার মনোনীত – শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার |
১৯৭৩ | লুডভিগ | Ludwig | বিজয়ী - শ্রেষ্ঠ পরিচালক বিভাগে দাভিদ দি দোনাতেল্লো |
১৯৭৪ | গ্রুপ্পো দি ফামিগ্লিয়া ইন উন ইনতের্নো | Gruppo di famiglia in un interno | বিজয়ী - শ্রেষ্ঠ পরিচালক বিভাগে নাস্ত্রো দারজেন্তো |
১৯৭৬ | লিননোচেন্তে | L'innocente |
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে লুকিনো ভিস্কন্তি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে লুকিনো ভিস্কন্তি (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.