লুই ওজেন ফেলিক্স নেএল

লুই ওজেন ফেলিক্স নেএল (ফরাসি: Louis Eugène Félix Néel) (নভেম্বর ২২, ১৯০৪ - নভেম্বর ১৭, ২০০০) ছিলেন বিখ্যাত ফরাসি পদার্থবিজ্ঞানী। তিনি ফ্রান্সের লিয়োঁ শহরে জন্মগ্রহণ করেন এবং সেখানকার লিসে দ্যু পার্ক উচ্চবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। এরপর তিনি প্যারিসের ইকোল নরমাল সুপেরিওরে যোগ দেন। তিনি ১৯৭০ সালে সুয়েডীয় নভোপদার্থবিজ্ঞানী হানেস উলফ গোস্তা আল্‌ফভেনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। কঠিন পদার্থের চৌম্বক ধর্ম বিষয়ে গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেছিলেন। কঠিন অবস্থা পদার্থবিজ্ঞানে তিনি যে অবদান রেখেছেন তার অনেক গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। যেমন: কম্পিউটারের স্মৃতি উপাংশের উন্নয়ন কার্যে। ১৯৩০ সালে তিনি প্রস্তাব করেছিলেন নতুন ধরনের একটি চৌম্বক ব্যবহার থাকতে পারে যার নাম প্রতিফেরোচুম্বকত্ব যা ফেরিচুম্বকত্বকে বাধা দেবে। একটি নির্দিষ্ট তাপমাত্রার উপরে গেলে এই ধর্মটি বিলুপ্ত হয়ে যায়। তাপমাত্রার এই সীমাকে নেএল তাপমাত্রা বলা হয়। ১৯৪৭ সালে নেএল বলেন, ফেরিচুম্বকত্ব প্রদর্শন করে এমন পদার্থেরও অস্তিত্ব থাকতে পারে। তিনি কিছু কিছু শিলার দুর্বল প্রকৃতির চুম্বকত্বের ব্যাখ্যা দেন যা ভূ-চুম্বকত্বের ইতিহাস অধ্যয়নে উপকারে এসেছে।

লুই ওজেন ফেলিক্স নেএল
লুই ওজেন ফেলিক্স নেএল, ১৯৭০ সালে
জন্ম(১৯০৪-১১-২২)২২ নভেম্বর ১৯০৪
মৃত্যু১৭ নভেম্বর ২০০০(2000-11-17) (বয়স ৯৫)
Brive-la-Gaillarde
জাতীয়তা ফরাসি
মাতৃশিক্ষায়তনএকোল নর্মাল সুপেরিয়র
প্যারিস বিশ্ববিদ্যালয়
স্ত্রাসবুর বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণ
  • নেএল ক্রিয়া
  • নেএল শিথিলায়ন তত্ত্ব
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৭০)

ForMemRS(১৯৬৬)

লেজিওঁ দনর(১৯৬৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকঠিন অবস্থা পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহগ্রনোবল
সিএনআরএস

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.