লীলাবাড়ি বিমানবন্দর
লীলাবাড়ি বিমানবন্দর (আইএটিএ: IXI, আইসিএও: VELR) ভারতের অরুণাচল প্রদেশের নিকটবর্তী অসম রাজ্যের লখিমপুর জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর।
লীলাবাড়ি বিমানবন্দর लीलाबारी हवाई अड्डे লীলাবারী বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | Public | ||||||||||
পরিচালক | ভারতীয় বিমানবন্দর প্রাধিকরণ | ||||||||||
সেবা দেয় | উত্তর লখিমপুর, ঢেমাজি | ||||||||||
অবস্থান | লখিমপুর, অসম | ||||||||||
এএমএসএল উচ্চতা | ৩৩০ ফুট / ১০১ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২৭°১৭′৪৪″ উত্তর ০৯৪°০৫′৫২″ পূর্ব | ||||||||||
রানওয়ে | |||||||||||
|
এই বিমানবন্দর দ্বারা অসম ও অরুণাচল প্রদেশে বিমানসেবা উপলব্ধ হয়েছে। বিমানবন্দরটি উত্তর লখিমপুর থেকে ৭ কি:মি দূরত্বে অবস্থিত। বর্তমানে অরুণাচল প্রদেশে বিমানবন্দরের ব্যবস্থা নাই তাই বিমানের জন্য অরুণাচল প্রদেশ এই বন্দরের উপর নির্ভরশীল।[1]
অবস্থান
লীলাবাড়ি বিমানবন্দরের ভৌগোলিক স্থানাংক হচ্ছে ২৭°১৭′৪৪″ উত্তর ০৯৪°০৫′৫২″ পূর্ব। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে বিমানবন্দরটির দূরত্ব ৫৭ কি:মি:।
বিমানবন্দরটির থেকে অসম ও অরুণাচলের বিভিন্ন স্থানের দূরত্ব (৪০ কি:মি:), যোরহাট (৬৩ কি:মি), ডাপোরিজো (৭৯ কি:মি:), ডিগ্রুগড় (৯৪ কি:মি:)।
বহিঃসংযোগ
- Lilabari Airport at the AAI
- VELR সম্পর্কিত বিমানবন্দর তথ্যাদি - ওয়ার্ল্ড এ্যারো ডাটা
তথ্যসূত্র
- লীলাবারী এয়ারপর্ট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে- এন.আই.চি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.