লীলাবাড়ি বিমানবন্দর

লীলাবাড়ি বিমানবন্দর (আইএটিএ: IXI, আইসিএও: VELR) ভারতের অরুণাচল প্রদেশের নিকটবর্তী অসম রাজ্যের লখিমপুর জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর

লীলাবাড়ি বিমানবন্দর

लीलाबारी हवाई अड्डे

লীলাবারী বিমানবন্দর
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনPublic
পরিচালকভারতীয় বিমানবন্দর প্রাধিকরণ
সেবা দেয়উত্তর লখিমপুর, ঢেমাজি
অবস্থানলখিমপুর, অসম
এএমএসএল উচ্চতা৩৩০ ফুট / ১০১ মিটার
স্থানাঙ্ক২৭°১৭′৪৪″ উত্তর ০৯৪°০৫′৫২″ পূর্ব
রানওয়ে
দিক দৈর্ঘ্য পৃষ্ঠতল
ফুট মি
04/22 ৭,৫০০ ২,২৮৬ Concrete/Asphalt

এই বিমানবন্দর দ্বারা অসম ও অরুণাচল প্রদেশে বিমানসেবা উপলব্ধ হয়েছে। বিমানবন্দরটি উত্তর লখিমপুর থেকে ৭ কি:মি দূরত্বে অবস্থিত। বর্তমানে অরুণাচল প্রদেশে বিমানবন্দরের ব্যবস্থা নাই তাই বিমানের জন্য অরুণাচল প্রদেশ এই বন্দরের উপর নির্ভরশীল।[1]

অবস্থান

লীলাবাড়ি বিমানবন্দরের ভৌগোলিক স্থানাংক হচ্ছে ২৭°১৭′৪৪″ উত্তর ০৯৪°০৫′৫২″ পূর্ব। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে বিমানবন্দরটির দূরত্ব ৫৭ কি:মি:।

বিমানবন্দরটির থেকে অসম ও অরুণাচলের বিভিন্ন স্থানের দূরত্ব (৪০ কি:মি:), যোরহাট (৬৩ কি:মি), ডাপোরিজো (৭৯ কি:মি:), ডিগ্রুগড় (৯৪ কি:মি:)।

বহিঃসংযোগ

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.