লিলি কার্টার
লিলি কার্টার (জন্ম ১৫ এপ্রিল, ১৯৮৮) একজন প্রাক্তন মার্কিন পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনয়শিল্পী ।
লিলি কার্টার | |
---|---|
জন্ম | [1] | ১৫ এপ্রিল ১৯৮৮
অন্যান্য নাম | নাভাহ লি, লিলি কার্টার, লিলি বি.[1] |
উচ্চতা | ৫ ফুট ৩ ইঞ্চি (১.৬০ মিটার)[2] |
ওয়েবসাইট | www |
জীবনের প্রথমার্ধ
কার্টার জন্ম ওরেগনের ইওঙ্কালায় । তিনি ইংরেজ এবং আইরিশ বংশোদ্ভূত।
পেশা
অশ্লীল শিল্পে প্রবেশের আগে কার্টার একটি ওয়েবক্যাম মডেল ছিলেন। [3] তার মঞ্চ নাম অভিনেত্রী লেন্ডা কার্টার থেকে প্রাপ্ত। [4]
কার্টার যখন ২২ বছর বয়সী তখন ২০১০ সালে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতে অভিনয় শুরু করেছিলেন। তার দৃশ্যটি ভুডোর সাথে রিয়ালিটি কিংস ওয়েবসাইট পিউর ১৮ ডটকমের জন্য ছিল। সহকর্মী প্রাপ্তবয়স্ক অভিনেত্রী লিলি লাবিউয়ের পাশাপাশি কার্টার অ্যাডাল্ট ফিল্ম ওয়াস্টল্যান্ডে তার অভিনয়ের সূচনা করেছিলেন। তিনি অনেক প্রাপ্তবয়স্ক স্টুডিও, যেমন হাস্টলার, ডিজিটাল সিন, অ্যালিগেন্ট এঞ্জেল, জুলস জর্দান ভিডিও, ব্যাংব্রোস, ২১ সেক্সচুরি, ব্রেজার্স এবং নটি আমেরিকার সঙ্গে কাজ করেছেন।
তথ্যসূত্র
- ইন্টারনেট অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে Lily Carter
- Steve Javors (ডিসেম্বর ৩০, ২০১০)। "Fresh off the Bus: Interview With Lily Carter"। AVN। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১৪।
- Chris Morris (জানুয়ারি ১৪, ২০১৩)। "The Dirty Dozen 2013 – Porn's Most Popular Stars"। CNBC। ডিসেম্বর ১৩, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৭, ২০১৩।
- Jessica P. Ogilvie (মার্চ ২৬, ২০১৩)। "10 Porn Stars Who Could Be the Next Jenna Jameson"। LA Weekly। ডিসেম্বর ৬, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৬, ২০১৩।
- She Needs It: Lily Carter Interview. Retrieved January 24, 2013.
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে লিলি কার্টার সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Lily Carter (ইংরেজি)
- অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে লিলি কার্টার (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.