লিবিয়া জাতীয় ফুটবল দল

লিবিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি: Libya national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে লিবিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম লিবিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিবীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৫ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৩ সালের ২৯শে জুলাই তারিখে, লিবিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মিশরে অনুষ্ঠিত উক্ত ম্যাচে লিবিয়া মিশরের কাছে ১০–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

লিবিয়া
দলের লোগো
ডাকনামমেডিটেরেনিয়ান ঘোড়া
অ্যাসোসিয়েশনলিবীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচজোরান ফিলিপোভিচ
অধিনায়কমুহাম্মদ নাশনুশ
সর্বাধিক ম্যাচআহমেদ সাদ ওসমান (১০৮)
শীর্ষ গোলদাতাআলি আল-বিস্কি (৪৮)
মাঠত্রিপোলি স্টেডিয়াম
ফিফা কোডLBY
ওয়েবসাইটwww.lff.org.ly
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১১৭ বৃদ্ধি ১ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ৩৬ (সেপ্টেম্বর ২০১২)
সর্বনিম্ন১৮৭ (জুলাই ১৯৯৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১১৭ বৃদ্ধি ১ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ৪৬ (আগস্ট ১৯৮৫)
সর্বনিম্ন১২৪ (জুন ২০০৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মিশর ১০–২ লিবিয়া 
(মিশর; ২৯ জুলাই ১৯৫৩)
বৃহত্তম জয়
 লিবিয়া ২১–০ মাস্কট ও ওমান
(ইরাক; ৬ এপ্রিল ১৯৬৬)
বৃহত্তম পরাজয়
 মিশর ১০–২ লিবিয়া 
(মিশর; ২৯ জুলাই ১৯৫৩)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ৩ (১৯৮২-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (১৯৮২)

৬৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ত্রিপোলি স্টেডিয়ামে মেডিটেরেনিয়ান ঘোড়া নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জোরান ফিলিপোভিচ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আল আহলির গোলরক্ষক মুহাম্মদ নাশনুশ

লিবিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে লিবিয়া এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৮২ আফ্রিকান কাপ অফ নেশন্সের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ঘানার সাথে ১–১ গোলে ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৭–৬ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

তারিক আল তাইব, মুহাম্মদ নাশনুশ, আলি সালামা, আহমেদ সাদ ওসমান এবং আলি আল-বিস্কির মতো খেলোয়াড়গণ লিবিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে লিবিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩৬তম) অর্জন করে এবং ১৯৯৭ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৮৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে লিবিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৪৬তম (যা তারা ১৯৮৫ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২৪। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১৫হ্রাস  গিনি-বিসাউ১১৫৮.৬২
১১৬হ্রাস  নাইজার১১৫৩.২৩
১১৭বৃদ্ধি  লিবিয়া১১৪৯.৬৩
১১৮বৃদ্ধি  গুয়াতেমালা১১৪৭.৮৫
১১৯হ্রাস  মোজাম্বিক১১৪৬.০৯
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১৫বৃদ্ধি ২৩  টোগো১৩৪৮
১১৬হ্রাস ১৪  কুয়েত১৩৪১
১১৭বৃদ্ধি  লিবিয়া১৩৩৮
১১৭বৃদ্ধি ২৪  লাতভিয়া১৩৩৮
১১৯হ্রাস ১৩  লেবানন১৩৩৭
১১৯বৃদ্ধি ১১  সুরিনাম১৩৩৭

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০ইতালির অংশ ছিলইতালির অংশ ছিল
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬প্রত্যাহারপ্রত্যাহার
মেক্সিকো ১৯৭০উত্তীর্ণ হয়নি
পশ্চিম জার্মানি ১৯৭৪অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
আর্জেন্টিনা ১৯৭৮উত্তীর্ণ হয়নি
স্পেন ১৯৮২প্রত্যাহার
মেক্সিকো ১৯৮৬উত্তীর্ণ হয়নি
ইতালি ১৯৯০প্রত্যাহারপ্রত্যাহার
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে অযোগ্যজাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে অযোগ্য
ফ্রান্স ১৯৯৮অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২উত্তীর্ণ হয়নি১০১১২২
জার্মানি ২০০৬১২১৭১০
দক্ষিণ আফ্রিকা ২০১০
ব্রাজিল ২০১৪
রাশিয়া ২০১৮১১
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১৫৪১৯১৪২১৬০৬২

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.