লিনাক্স স্কুল প্রকল্প
লিনাক্স স্কুল প্রকল্প (ইংরেজি: The Linux School Project — পূর্বের কারোশি, মানে অতিকর্ম থেকে মৃত্যু) স্কুলের জন্যে ডিজাইন করা অপারেটিং সিস্টেম। [1][2] এটি উবুন্টু-ভিত্তিক একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। প্রকল্পটির আওতায় দুটো কাস্টম ডিস্ট্রিবিউশন চালানো হয়, একটি সার্ভারের জন্যে এবং অন্যটি ক্লায়েন্টের যন্ত্রে ব্যবহারের জন্যে। সার্ভার ডিস্ট্রোটি হলো প্রাতিষ্ঠানিক "কারোশি", অন্যটি "কারোশি ক্লায়েন্ট"।
![]() লিনাক্স স্কুল প্রকল্প | |
ডেভলপার | ফল শারাড, জো শারাড |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | ওপেন সোর্স |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
লাইসেন্স | বিভিন্ন |
ওয়েবসাইট | linuxschools |
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.