লিথুয়ানীয় ফুটবল ফেডারেশন

লিথুয়ানীয় ফুটবল ফেডারেশন (লিথুয়ানিয়ান: Lietuvos futbolo federacija, ইংরেজি: Lithuanian Football Federation; এছাড়াও সংক্ষেপে এলএফএফ নামে পরিচিত) হচ্ছে লিথুয়ানিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, তবে সোভিয়েত ইউনিয়নের সাথে লিথুয়ানিয়াকে সংযুক্ত করার পরে তা ভেঙে দেওয়া হয়। অন্যদিকে, প্রতিষ্ঠার ৭০ বছর পর ১৯৯২ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর লিথুয়ানিয়ার রাজধানী রিগায় অবস্থিত।

লিথুয়ানীয় ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯২২ (1922)[1]
সদর দপ্তররিগা, লিথুয়ানিয়া
ফিফা অধিভুক্তি১৯২৩[1]
উয়েফা অধিভুক্তি১৯৯২
সভাপতিলিথুয়ানিয়া টমাস দানিলেভিশিয়াস
সহ-সভাপতিলিথুয়ানিয়া ভিদমান্তাস বুতকেভিসিউস
ওয়েবসাইটlff.lt

এই সংস্থাটি লিথুয়ানিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে আই লাইগ, লিথুয়ানীয় ফুটবল কাপ এবং লিথুয়ানীয় সুপারকাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে লিথুয়ানীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন টমাস দানিলেভিশিয়াস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এডাগারাস স্তাঙ্কেভিসিউস।

কর্মকর্তা

৬ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিটমাস দানিলেভিশিয়াস
সহ-সভাপতিভিদমান্তাস বুতকেভিসিউস
সাধারণ সম্পাদকএডাগারাস স্তাঙ্কেভিসিউস
কোষাধ্যক্ষভিতালিয়া বাতাকিয়েনে
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকআগনে রুদিতে
প্রযুক্তিগত পরিচালকপাত্রিক দে উইলদ
ফুটসাল সমন্বয়কারীভিতেনিস কাজলাউস্কাস
জাতীয় দলের কোচ (পুরুষ)ভালদাস উরবোনাস
জাতীয় দলের কোচ (নারী)রিমাস ভিক্তোরাভিসিউস
রেফারি সমন্বয়কারীসারুনাস তামুলিনাস

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

টেমপ্লেট:লিথুয়ানীয় ফুটবল ফেডারেশন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.