লিথুয়ানীয় উইকিপিডিয়া

লিথুনিয় উইকিপিডিয়া (লিথুয়ানিয়ান: Lietuviškoji Vikipedija) হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার লিথুনিয় ভাষার সংস্করণ। লিথুনিয় উইকিপিডিয়া ২০০৩ সালে যাত্রা শুরু করে এবং আগস্ট ২০২২ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ২,০৩,৮৯৯টি নিবন্ধ, ১,৬৭,০০০ জন ব্যবহারকারী, ১০ জন প্রশাসক ও ২৩,৮৪২টি ফাইল আছে। লিথুনিয় উইকিপিডিয়ায় উইকিপিডিয়ানদের সম্মিলিত সম্পাদনার সংখ্যা ৬৬,৫৩,৪৭৫টি।

লিথুনিয় উইকিপিডিয়া
সাইটের প্রকার
ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প
উপলব্ধLithuanian
সদরদপ্তরমিয়ামি, ফ্লোরিডা
মালিকউইকিমিডিয়া ফাউন্ডেশন
ওয়েবসাইটlt.wikipedia.org
বাণিজ্যিকনা
নিবন্ধনঐচ্ছিক

ইতিহাস

লিয়েতুভিসকোজি ভিকিপেদিজা হচ্ছে লিথুনিয়ার সব থেকে বড় ইন্টারনেট বিশ্বকোষ। ২০০৩ সালে পথচলা শুরু হলে ২০০৪ সালে উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধ তৈরি হয়। ১৪ ডিসেম্বর ২০০৫, লিথুয়ানিয় উইকিপিডিয়ায় ১০০০০ নিবন্ধ এবং ২৬ ফেব্রুয়ারি ২০০৬ এ ৪০০০০ [1] তৈরি হয়। ২০১০ সালের ১৮ জানুয়ারি এক লাখ তম নিবন্ধে পদার্পণ করে লিথুয়ানিয় উইকিপিডিয়া।[2]

গ্যালারী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.