লিওরনার্ড গার্নসি
জর্জ লিওরনার্ড গার্নসি (ইংরেজি: Leornard Garnsey; জন্ম: ১০ ফেব্রুয়ারি, ১৮৮১ - মৃত্যু: ১৮ এপ্রিল, ১৯৫১) সিডনিতে জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় প্রথম-শ্রেণীর ক্রিকেটার ছিলেন।[1] ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ লেগ ব্রেক বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিং করতেন লিওরনার্ড গার্নসি।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জর্জ লিওরনার্ড গার্নসি | ||||||||||||||||||||||||||
জন্ম | সিডনি, অস্ট্রেলিয়া | ১০ ফেব্রুয়ারি ১৮৮১||||||||||||||||||||||||||
মৃত্যু | ১৮ এপ্রিল ১৯৫১ ৭০) ক্যানবেরা, অস্ট্রেলিয়া | (বয়স||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ ব্রেক | ||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | ||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||
১৯০৪/০৫ - ১৯০৬/০৭ | নিউ সাউথ ওয়েলস | ||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ মার্চ, ২০১৯ |
খেলোয়াড়ী জীবন
১৯০৪-০৫ মৌসুম থেকে ১৯০৬-০৭ মৌসুম পর্যন্ত নিউ সাউথ ওয়েলস দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। এ সময়ে আঠারোটি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ করার সৌভাগ্য হয় তার।[2] তন্মধ্যে, ১৯০৫-০৬ ও ১৯০৬-০৬ মৌসুমে উপর্যুপরী দুইবার শীর্ষস্থানীয় উইকেট সংগ্রহকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি।
১৮ এপ্রিল, ১৯৫১ তারিখে ৭০ বছর বয়সে ক্যানবেরায় লিওরনার্ড গার্নসি’র দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
- "Leornard Garnsey"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৬।
- "Leornard Garnsey"। Cricket Archive। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৬।
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে লিওরনার্ড গার্নসি (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে লিওরনার্ড গার্নসি (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)