লিওরনার্ড গার্নসি

জর্জ লিওরনার্ড গার্নসি (ইংরেজি: Leornard Garnsey; জন্ম: ১০ ফেব্রুয়ারি, ১৮৮১ - মৃত্যু: ১৮ এপ্রিল, ১৯৫১) সিডনিতে জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় প্রথম-শ্রেণীর ক্রিকেটার ছিলেন।[1] ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ লেগ ব্রেক বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিং করতেন লিওরনার্ড গার্নসি

লিওরনার্ড গার্নসি
১৯০৩ সালের অঙ্কিত প্রতিকৃতিতে লিওরনার্ড গার্নসি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজর্জ লিওরনার্ড গার্নসি
জন্ম(১৮৮১-০২-১০)১০ ফেব্রুয়ারি ১৮৮১
সিডনি, অস্ট্রেলিয়া
মৃত্যু১৮ এপ্রিল ১৯৫১(1951-04-18) (বয়স ৭০)
ক্যানবেরা, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯০৪/০৫ - ১৯০৬/০৭নিউ সাউথ ওয়েলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি
ম্যাচ সংখ্যা ১৮
রানের সংখ্যা ৩১৯
ব্যাটিং গড় ২৫.৮৩
১০০/৫০ ০/০
সর্বোচ্চ রান ৩৭
বল করেছে
উইকেট ৮০
বোলিং গড় ২২.২৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৩৫
ক্যাচ/স্ট্যাম্পিং ২৪/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ মার্চ, ২০১৯

খেলোয়াড়ী জীবন

১৯০৪-০৫ মৌসুম থেকে ১৯০৬-০৭ মৌসুম পর্যন্ত নিউ সাউথ ওয়েলস দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। এ সময়ে আঠারোটি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ করার সৌভাগ্য হয় তার।[2] তন্মধ্যে, ১৯০৫-০৬ ও ১৯০৬-০৬ মৌসুমে উপর্যুপরী দুইবার শীর্ষস্থানীয় উইকেট সংগ্রহকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি।

১৮ এপ্রিল, ১৯৫১ তারিখে ৭০ বছর বয়সে ক্যানবেরায় লিওরনার্ড গার্নসি’র দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

  1. "Leornard Garnsey"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৬
  2. "Leornard Garnsey"Cricket Archive। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৬

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.