লাসানা দিয়ারা

লাসানা দিয়ারা (জন্ম- ১০ মার্চ ১৯৮৫) হলেন একজন অবসরপ্রাপ্ত ফরাসি জাতীয় দলের ফুটবলার। তিনি রক্ষণভাগের মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, আর্সেনালপোর্টস্‌মাথ, লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ, রুশ ক্লাব আঞ্জি মাখাচকালা ও লকোমতিভ মস্কো, এবং লিগ ওয়ানের ক্লাব মার্সেইপারি সাঁ-জেরমাঁয় খেলেছেন।

২০০৭ সালে চেলসিতে থাকাকালীন লাসানা দিয়ারা
লাসানা দিয়ারা
২০১৪ সালে দিয়ারা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লাসানা দিয়ারা[1]
জন্ম (1985-03-10) ১০ মার্চ ১৯৮৫[2]
জন্ম স্থান প্যারিস, ফ্রান্স
উচ্চতা 1.73 m[3]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
যুব পর্যায়
প্যারিস এফসি
নঁতে
ল্য মঁ
রেড স্টার সেন্ট-ওয়েন
২০০৩–২০০৪ ল্য আভ্র
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৪-২০০৫ ল্য আভ্র ২৯ (০)
২০০৫–২০০৭ চেলসি 13 (0)
২০০৭–২০০৮ আর্সেনাল 7 (0)
২০০৮–২০০৯ পোর্টস্‌মাথ 24 (1)
২০০৯–২০১২ রিয়াল মাদ্রিদ 87 (1)
২০১২–২০১৩ আঞ্জি মাখাচকালা 18 (0)
২০১৩–২০১৪ লকোমতিভ মস্কো 17 (1)
২০১৫–২০১৭ মার্সেই 37 (1)
২০১৭ আল জাজিরা 5 (0)
২০১৮–২০১৯ পারি সাঁ-জেরমাঁ 13 (0)
মোট 250 (4)
জাতীয় দল
২০০৫–২০০৬ ফ্রান্স অনূর্ধ্ব-২১ 18 (0)
২০০৭–২০১৬ ফ্রান্স 34 (0)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩০ মে ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

কর্মজীবন পরিসংখ্যান

ক্লাব

১৯ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত। [4][5]
ক্লাব মৌসুম লিগ কাপ চ্যাম্পিয়নস লিগ ইউরোপা লিগ মোট
উপস্থিতি গোল সহায়তা উপস্থিতি গোল সহায়তা উপস্থিতি গোল সহায়তা উপস্থিতি গোল সহায়তা উপস্থিতি গোল সহায়তা
ল্য আভ্র ২০০৪–০৫ 29001003000
মোট 29001000000003000
চেলসি ২০০৫–০৬ 300200200700
২০০৬–০৭ 10008005012301
২০০৭–০৮ 000100100
মোট 130011007010003101
আর্সেনাল ২০০৭–০৮ 7003003001300
মোট 7003003000001300
পোর্টস্‌মাথ ২০০৭–০৮ 12105101720
২০০৮–০৯ 12001002101510
মোট 24106100002103230
রিয়াল মাদ্রিদ ২০০৮–০৯ 19030002002103
২০০৯–১০ 23111006003011
২০১০–১১ 260230110013904
২০১১–১২ 17004004012501
২০১২–১৩ 200000200
মোট 8716801220100011719
আঞ্জি মাখাচকালা ২০১২–১৩ 14003107002410
২০১৩–১৪ 40000040
মোট 18003100007002810
লকোমতিভ মস্কো ২০১৩–১৪ 17110001711
মোট 17110000000001711
মার্সেই ২০১৫–১৬ 26123004003312
২০১৬–১৭ 11011000000001200
মোট 37124000004004512
আল জাজিরা ২০১৭–১৮ 500000500
মোট 500000000000500
পারি সাঁ-জেরমাঁ ২০১৭–১৮ 10014001001501
২০১৮–১৯ 300000000100400
মোট 13014001001001901
কর্মজীবনের সর্বমোট 25049402133021410337713

আন্তর্জাতিক

৩০ মে ২০১৬ পর্যন্ত[6]
জাতীয় দল মৌসুম উপস্থিতি গোল
ফ্রান্স 200790
200870
2009100
201020
201530
201630
সর্বমোট340

তথ্যসূত্র

  1. "Acta del Partido celebrado el 19 de marzo de 2011, en Madrid" [Minutes of the Match held on 19 March 2011, in Madrid] (Spanish ভাষায়)। Royal Spanish Football Federation। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯
  2. "লাসানা দিয়ারা"ব্যারি হাগম্যান'স ফুটবলার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯
  3. "Official profile"। Real Madrid। ১২ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৯
  4. এক্সপ্রেশন ত্রুটি: অযাচিত < অপারেটর। "–১ মৌসুমে Lassana Diarra-এর অংশগ্রহণকৃত ম্যাচ" |url= এর মান পরীক্ষা করুন (সাহায্য)সকারবেস। সেঞ্চুরিকোম। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.