লাল পান বিবি

লাল পান বিবি ১৯৯৪ সালের একটি ভারতীয় বাংলা একশনধর্মী চলচ্চিত্র যার পরিচালক ছিলেন প্রশান্ত নন্দা[1] ও প্রযোজক দিলীপ কাঙ্কারিয়া। ১৪ নভেম্বর ১৯৯৪ সালে ছবিটি মুক্তি পায়। এই ছবি সঙ্গীত পরিচালক ছিলেন বাপ্পী লাহিড়ী[2]

কাহিনী

লালি আর মিলি দুই বোন। তাদের পিতাকে খুন করা হয়। আইনের কাছে বিচার না পেয়ে লালি নিজে হাতে হত্যাকারীদের সাজা দিতে মনস্থ করে। কিন্তু তার বোন মিলি একজন পুলিশ অফিসার, সে চায় বোনকে আটকাতে।[3]

অভিনয়

তথ্যসূত্র

  1. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (২০১৪-০৭-১০)। Encyclopedia of Indian Cinema (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-135-94325-7।
  2. "Lal Pan Bibi (1994) - IMDb"
  3. "Lal Pan Bibi - Bappi Lahiri Hits | Hoichoi" (ইংরেজি ভাষায়)।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.