লারস পিটার হ্যান্সেন

লারস পিটার হ্যান্সেন ২০১৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

লারস পিটার হ্যান্সেন
লারস পিটার হ্যান্সেন (২০১৩)
জন্ম (1952-10-26) ২৬ অক্টোবর ১৯৫২
জাতীয়তামার্কিন
প্রতিষ্ঠানশিকাগো বিশ্ববিদ্যালয়
কার্নেগী মেলন ইউনিভার্সিটি
কাজের ক্ষেত্রMacroeconomics
বিদ্যালয়শিকাগো স্কুল অব ইকোনমিক্স
শিক্ষায়তনইউনিভার্সিটি অব মিনেসোটা (পিএইচডি)
উটাহ স্টেট ইউনিভার্সিটি (বিএসসি)
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনটমাস জন সার্জেন্ট, ক্রিস্টোফার আলবার্ট সিমস
অবদানসমূহGeneralized method of moments, Robust control applied to macroeconomics and asset pricing
পুরস্কারBBVA Frontiers of Knowledge Award 2010
CME Group-MSRI Prize 2008
Nemmers Prize, 2006
অর্থনীতিতে নোবেল পুরস্কার (২০১৩)
Information at IDEAS / RePEc

জীবনী

হ্যান্সেন উটাহ স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৪ সালে গণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৮ সালে কার্নেগী মেলন ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন রবং ১৯৮০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৮১ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় এ সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন এবং ১৯৮৪ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। [1]

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.