লারকানা জেলা
লারকানা জেলা (সিন্ধি: ضلعو لاڙڪاڻو; উর্দু: ضلع لاڑکانہ) পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি জেলা। এর প্রধান শহরের নাম হচ্ছে লারকানা। জেলাটি পাকিস্তানের দুই সাবেক প্রধানমন্ত্রী, জুলফিকার আলী ভুট্টো ও বেনজির ভুট্টো এবং সিন্ধুর সাবেক মুখ্যমন্ত্রী মুমতাজ আলী ভুট্টোর দেশের বাড়ির জন্য সুপরিচিত।
লারকানা Larkana ضلعو لاڙڪاڻو ضلع لاڑکانہ | |
---|---|
জেলা | |
লারকানা সিন্ধু প্রদেশে উত্তর-পশ্চিমে অবস্থিত | |
স্থানাঙ্ক: ২৭°৩৩′৩৬″ উত্তর ৬৮°১৩′৩৫″ পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | সিন্ধু |
রাজধানী | লারকানা |
আয়তন | |
• মোট | ১,৯০৬ বর্গকিমি (৭৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ১৫,২৪,৩৯১ |
• জনঘনত্ব | ৮০০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিকেটি (ইউটিসি+৫) |
ভাষা | সিন্ধি |
তহসিলের সংখ্যা | ৪ |
ওয়েবসাইট | www |
অভিনেত্রী সোহাই আলী আব্রো এবং লোক গায়িকা আবিদা পারভীনও লারকানা থেকে উঠে এসেছেন। ২০১৩ সালে প্রতিষ্ঠিত লারকানা বুলস ক্রিকেট দলও উল্লেখযোগ্যতা পেয়েছে।
জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে রতদেরো, দকরি, বকরানী ও নাওদেরো অন্তর্ভুক্ত রয়েছে। ২০০৫ সালে পারভেজ মোশাররফের অধীনে পাকিস্তান সরকার কর্তৃক বিভিন্ন জেলা বিভক্ত করে গঠন করেন, এর মধ্যে রয়েছে কাম্বার খান এবং শাহাদাদকোটের দুটি শহর নিয়ে কাম্বার ও শাহাদাদকোট নামে নতুন করে জেলা গঠন করা হয়েছিল।
প্রশাসন
লারকানা জেলাটি প্রশাসনিকভাবে নিম্নোক্ত তহসিলগুলি নিয়ে গঠিত হয়েছে:[2]
- দকরি
- বকরানি
- লারকানা
- রতদেরো
- নওদেরো
তথ্যসূত্র
- "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "District Larkana Online! [ApnaLarkana.com] - First Official & Commercial website on District Larkana... Complete guide to Larkana, Sindh, Pakistan. Larkana, Chandka, Moen jo daro, benazir Bhutto, Zulfiqar Bhutto, garhi khuda baksh, murtaza bhutto, bhutto,"। apnalarkana.com। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৬।
গ্রন্থপঞ্জি
- 1998 District census report of Larkana। Census publication। 30। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯।