লায়লা আলী
লায়লা আলী (জন্মঃ ৩০ ডিসেম্বর, ১৯৭৭) একজন আমেরিকান নারী বক্সার। যিনি কখনো কোন লড়াইয়ে পরাজিত হোন নাই। প্রয়াত হেভি ওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর তৃতীয় স্ত্রী ভেরোনিকার সন্তান তিনি। লায়লা তার বাবার নয় সন্তানের মধ্যে অষ্টম ও কনিষ্ঠ মেয়ে। [2]
লায়লা আলী | |
---|---|
পরিসংখ্যান | |
নাম | লায়লা আমারিয়া আলী |
ডাকনাম | She Bee Stingin'[1] |
বিবেচনা/গণ্য | সুপার মিডিলওয়েট ও হালকা হেভিওয়েট |
উচ্চতা | ৫ ফু ১০ ইঞ্চি (১৭৮ সেমি) |
রীচ | ৭০.৫ ইঞ্চি (১৭৯ সেমি)[1] |
জাতীয়তা | আমেরিকান |
জন্ম | ফ্লোরিডার মিয়ামি বিচ, যুক্তরাষ্ট্র | ৩০ ডিসেম্বর ১৯৭৭
অবস্থান | অর্থোডক্স |
বক্সিং রেকর্ড | |
মোট লড়াই | ২৪ |
জয়ী | ২৪ |
নকআউট দ্বারা জয়ী | ২১ |
পরাজিত হয়েছ্নে | ০ |
ড্র করেছেন | ০ |
খেলা হয়নি | ০ |
প্রাথমিক জীবন
লায়লা আলী ১৯৭৭ সালের ৩০ ডিসেম্বর ফ্লোরিডার মিয়ামি বিচে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত হেভি ওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর তৃতীয় স্ত্রী ভেরোনিকার ঘরে জন্মগ্রহণ করেন তিনি। যখন তার বয়স ৮ বছর তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। প্রথম দিকে তিনি সেলুন ব্যবসায় মনোনিবেশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে বাবার পদাঙ্কও অনুসরণ করে তিনি বক্সিংয়ে পা রাখেন।[3]
তথ্যসূত্র
- "Laila Ali Awakening Profile"। Awakeningfighters.com। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৭।
- "Laila Ali Biography"। Women's Boxing। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১২।
- "বাবার মেয়ে লায়লা আলী"।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.