লাভ ইজ অল দেয়ার ইজ

লাভ ইজ অল দেয়ার ইজ (ইংরেজি: Love Is All There Is) ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত, জোসেফ বোলোঙ্গারেনে টেইলর পরিচালিত একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র। পরিচালকদ্বয় নিজেরাই ছিলেন এই চলচ্চিত্রের অভিনয়শিল্পী।

লাভ ইজ অল দেয়ার ইজ
পরিচালকজোসেফ বোলোঙ্গা
রেনে টেইলর
প্রযোজকএলিয়ট ক্যাস্টনার
রচয়িতাগ্যাব্রিয়েল বোলোঙ্গা
জোসেফ বোলেঙ্গা
উইলিয়াম শেক্সপিয়র (নাটক)
এরিক শ্যাপ্রিও
রেনে টেইলর
শ্রেষ্ঠাংশেলেইনি কাজান
জোসেফ বোলোঙ্গা
সুরকারজেফ বল
চিত্রগ্রাহকঅ্যালান জোন্স
সম্পাদকনিকোলাস এলিওপোউলাস
ডেনিস এম ও'কনর
পরিবেশকদ্য স্যামুয়েল গোল্ডউইন কোম্পানি
মুক্তি১০ মে, ১৯৯৬
দৈর্ঘ্য১২০ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
আয়$৩২,৯২৫ (যুক্তরাষ্ট্র)

কাহিনীসংক্ষেপ

লাভ ইজ অল দেয়ার ইজ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের রোমিও এন্ড জুলিয়েট গল্পের আধুনিক একটি সংস্করণস্বরূপ। এটির কাহিনী ১৯৯০-এর দশকের নিউ ইয়র্কের ব্রনক্সের। লেইনি কাজান ও জোসেফ বোলোঙ্গা দুজনেই সিলিয়ান, এবং ছোটখাটো ব্যবসা চালান। পরবর্তীতে তারা মালাসিসি (পল সোরভিনো ও বারবারা ক্যারারা) ও ফ্লোরেন্স থেকে আসা নতুন অভিবাসী, যারা ইতালীয় রেস্টুরেন্ট দিয়েছিলো, তাদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন।

নিউ ইয়র্কের নিউ রশেলের গ্রিন ট্রি কান্ট্রি ক্লাবে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ হয়। এছাড়া অনেক দৃশ্য ধারণের কাজ নিউ ইয়র্কের ব্রনক্সের সিটি আইল্যান্ডেও হয়।

কুশীলব

  • লেইনি কাজান
  • জোসেফ বোলোঙ্গা
  • বারবারা ক্যারেরা
  • রনে টেলর
  • উইলিয়াম হিকি

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.