লাবসা ইউনিয়ন
লাবসা ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের একটি ইউনিয়ন।[2]
লাবসা | |
---|---|
ইউনিয়ন | |
১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদ | |
লাবসা লাবসা | |
স্থানাঙ্ক: ২২°২৫′৪৮″ উত্তর ৮৯°২′৫৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | সাতক্ষীরা সদর উপজেলা |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | মোঃ আব্দুল আলীম |
আয়তন | |
• মোট | ২০.৫০৯ বর্গকিমি (৭.৯১৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২৮,৮৪৯ [1] |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯.৫৬% [1] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
লাবসা ইউনিয়নের আয়তন ৫৫৬২ একর (২০.৫০৯ বর্গ কিলোমিটার)[1]।
জনসংখ্যা
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী লাবসা ইউনিয়নের লোকসংখ্যা ২৮,৮৪৯ জন। এর মধ্যে পুরুষ ১৪,৮৫১ জন এবং মহিলা ১৩,৯৯৮ জন।[1]
প্রশাসনিক কাঠামো
লাবসা ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে ৪টি ক্রীড়া সংগঠন রয়েছেঃ লাবসা একাদশ ক্লাব, রাজনগর জাগরণী চক্র ক্লাব, থানাঘাটা একাদশ ক্লাব এবং মাগুরা দাশপাড়া ব্যাডমিন্টন ক্লাব।[3]
শিক্ষা ব্যবস্থা
লাবসা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯%। এ ইউনিয়নে ১টি কলেজ ৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[4]
ধর্মীয় অবকাঠামো
লাবসা ইউনিয়নে ১২ট মসজিদ, ৬টি মন্দির, ১টি এতিমখানা এবং ১ট মাজার রয়েছে।[5]
সাংস্কৃতিক সংগঠন
লাবসা ইউনিয়নে সাংস্কৃতিক কার্যক্রমের ক্ষেত্রে রয়েছেঃ ঋশিল্পী গোষ্ঠী, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠী এবং বিনেরপোতা নাট্য শিল্পী গোষ্ঠী; এছাড়াও বিভিন্ন এনজিও সমুহ মাঝে মাঝে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে নাটিকা, সংগীতানুষ্ঠান ইত্যাদি উৎযাপন করে থাকে।[6]
তথ্যসূত্র
- "সাতক্ষীরা সদর উপজেলা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- "লাবসা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৯।
- "ক্রীড়া সংগঠন | লাবসা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
- "শিক্ষা প্রতিষ্ঠান| লাবসা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
- "ধর্মীয়প্রতিষ্ঠান | লাবসা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।
- "সাংস্কৃতিক সংগঠন | লাবসা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪।