লাখ
লাখ বা লক্ষ ভারতীয় উপমহাদেশে ব্যবহৃত একটি সংখ্যাবাচক শব্দ। ১ লাখ = ১০০ হাজার (১০০,০০০)। ভারতীয় সংখ্যা গণনা পদ্ধতিতে ১ লাখ লেখা হয় ১,০০,০০০ এভাবে। এর বৈজ্ঞানিক রূপ হল ১০৫। এই এককটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল ও শ্রীলঙ্কাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
- Turner, Sir Ralph Lilley (১৯৮৫)। "lakṣá10881"। A Comparative Dictionary of the Indo-Aryan Languages. London: Oxford University Press, 1962-1966. Includes three supplements, published 1969-1985। Digital South Asia Library, a project of the Center for Research Libraries and the University of Chicago। পৃষ্ঠা ৬২৯। ২০১২-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৮-২২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.