লাকি আলী (ক্রিকেটার)
লাকি আলী মালিক (জন্ম ২০ অক্টোবর ২০০৩) ডেনিশ ক্রিকেটার।[1][2] ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের হয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) অভিষেক করেন ১৩ জুলাই ২০১৯।[3]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | লাকি আলী মালিক |
জন্ম | কোপেনহেগেন, ডেনমার্ক | ২০ অক্টোবর ২০০৩
ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি ব্যাটসম্যান |
বোলিংয়ের ধরন | স্লো লেফ্ট-আর্ম অর্থোডক্স |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল | |
টি২০আই অভিষেক (ক্যাপ ১৭) | ১৩ জুলাই ২০১৯ বনাম ফিনল্যান্ড |
শেষ টি২০আই | ১৩ জুলাই ২০১৯ বনাম ফিনল্যান্ড |
উৎস: ক্রিকইনফো, ৯ সেপ্টেম্বর ২০১৯ |
আগস্ট ২০১৯ এ, তাকে মালয়েশিয়া ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ এ টুর্নামেন্টের জন্য ডেনমার্কের দলে জায়গা দেওয়া হয়েছিল।[4]
তথ্যসূত্র
- "Lucky Ali"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Lucky Ali Malik"। Dansk Cricket। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
- "1st T20I, Finland tour of Denmark at Brondby, Jul 13 2019"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
- "Malaysia expectations"। Dansk Cricket Federation (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.