লাউতা ইউনিয়ন
লাউতা ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম ইউনিয়ন।[1][2][3]
লাউতা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() লাউতা ![]() ![]() লাউতা | |
স্থানাঙ্ক: ২৪°৪৬′৪৫.০০১″ উত্তর ৯২°৯′৪১.০০০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | বিয়ানীবাজার উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১,৯৪৪ হেক্টর (৪,৮০৩ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২২,৯৫৩ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ১৭ ৫১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
বিয়ানীবাজার উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব ১২ কি.মি.।
ইতিহাস
১৯৬২ ইং সালে লাউতা ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে। এখানে উপমহাদেশের অন্যতম দার্শনিক ড: জিসি দেব এর জন্ম ভূমি ছিল। এখানে সিলেট মিউনিসিপাল্টির প্রথম চেয়ারম্যান রায় বাহাদুর দুলাল চন্দ্র দেবের বাড়ী, যাহার প্রাচীন ঐতিহ্য এখনও বিদ্যমান। নানকার বিদ্রোহের নেতা কমরেড অজয় ভট্টাচার্য্যের জন্ম এই লাউতা ইউনিয়নের লাউতা গ্রামে। এদের মধ্যে সাবেক পররাষ্ট্রসচিব সি এম সফি শামি, অর্থ মন্ত্রনালয়ের ডেপুটি ডাইরেক্টার রফিকুল ইসলাম বাদল, প্রথম মহিলা কবি বিষ্ণুপ্রিয়া ভট্টাচার্য্য। এখানে বাংলাদেশের বিখ্যাত জলঢুপি আনারস, কমলা-লেবু, তেজপাতা, ও সুস্বাদু কাঠাল উৎপন্ন হয়, যাহা দেশের প্রত্যন্ত অঞ্চলের চাহিদা মেটায়।
আয়তন ও জনসংখ্যা
মোট আয়তন ৪৮০৩ একর (১৯.৪২ বর্গ কি.মি)। মোট জনসংখ্যা ১৭,২৭৪ জন। (পুরুষ ৮৬০৩+ মহিলা ৮৬১১) ।(২০০১ সালের আদম শুমারি মোতাবেক)।৩১/১২/২০১১ইং সনে জন্ম নিবন্ধন রেজিষ্টার মতে মোট জনসংখ্যা ২২,৬৯৫ জন । *মোট ভোটার-১২৬২০জন। (পুরুষ ৬০০৮+ মহিলা ৬৬১২)।
শিক্ষা
শিক্ষার হার - ৪৮%।
শিক্ষা প্রতিষ্ঠান
- মোট প্রাথমিক বিদ্যালয় - ১২টি । (সরকারী ৬টি, রেজিস্টার ২টি, বেসরকারী ৪টি)
- উচ্চ বিদ্যালয় - ২ টি ।
- মাদ্রাসা ৫টি।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোহাম্মদ গৌছ উদ্দিন
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আব্দুল মোয়াইমিন চৌধুরী | ১৯৬২-১৯৬৫ |
০২ | আব্দুল বাকী চৌধুরী | ১৯৬৫-১৯৭১ |
০৩ | আমির উদ্দিন আহমদ | ১৯৭২-১৯৭৫ |
০৪ | মো: ইউছুফ আলী | ১৯৭৫-১৯৭৯ |
০৫ | মো: আমির উদ্দিন আহমদ | ১৯৭৯-১৯৮৪ |
০৬ | মো: বদর উদ্দিন আহমদ | ১৯৮৪-১৯৮৮ |
০৭ | মো: ইউছুফ আলী | ১৯৮৮-১৯৯২ |
০৮ | এম.এ জলিল | ১৯৯২-১৯৯৮ |
০৯ | এম.এ জলিল | ১৯৯৮-২০০৩ |
১০ | এম.এ জলিল | ২০০৩-২০১৬ |
১১ | মোহাম্মদ গৌছ উদ্দিন | ২০১৬ - বর্তমান |
আরও দেখুন
- বাগপ্রচণ্ড খাঁ, লাউতা ইউনিয়নের অন্যতম ঐতিহ্যবাহী গ্রাম ও মৌজা
- আলীনগর ইউনিয়ন, বিয়ানীবাজার
তথ্যসূত্র
- "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- "এক নজরে ১১নং লাউতা ইউনিয়নঃ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- "বিয়ানীবাজার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।