লস্করে ঝংভি

লস্কর-ই-জাংভি (উর্দু: لشكرِجهنگوی; হক নওয়াজ জাংভির সৈন্য) প্রচণ্ডভাবে শিয়া মুসলমানবিরোধী সন্ত্রাসী সংগঠন।[3] পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত থাকার দায়ে লস্কর-ই-জাংভিকে ২০০১ সালে নিষিদ্ধ করা হয়। আল কায়েদা ও তালেবানের সঙ্গে জড়িত পাঞ্জাবি জাতিগোষ্ঠীর লোক নিয়ে লস্কর-ই-জাংভি গঠিত হয়েছে।

লস্কর-ই-জাংভি
অন্য যে নামে পরিচিতLeJ
নেতারিয়াজ বসরা 
আকরাম লাহরী[1]
Malik Ishaq
আহমেদ লুধিয়ানভি
অপারেশনের তারিখ১৯৯৬ - বর্তমান
উদ্দেশ্যসাম্প্রদাযিকতা
সক্রিয়তার অঞ্চলপাকিস্তান
মতাদর্শদেওবন্দী মৌলবাদ[2]
উল্লেখযোগ্য আক্রমণশিয়া মুসলমানদের উপর হামলা
অবস্থাকানাডা, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান, যুক্তরাজ্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত

হামলার বিবরণ

  • ১৬ ফেব্রুয়ারি এ গোষ্ঠী বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় শিয়া সম্প্রদায়ের ওপর ভয়াবহ বোমা হামলা চালায়। এতে নারী ও শিশুসহ ৯০ জনের বেশি নিহত এবং অন্তত ২০০ ব্যক্তি আহত হয়। এর আগে গত ১০ জানুয়ারি কোয়েটায় অন্য এক হামলায় অন্তত ৯০ জন নিহত হয়।[4][5]
  • ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের ওপর হামলার সঙ্গেও লস্কর-ই জাংভি জড়িত ছিল।[6]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. খান, ইরফানুল্লাহ (২০১৭)। দি দেওবন্দ মুভমেন্ট এন্ড দি রাইজ অব রিলিজিয়াস মিলিট্যান্সি ইন পাকিস্তানপিএইচডি অভিসন্দর্ভ (ইংরেজি ভাষায়)। ইসলামাবাদ: কায়েদে আজম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৭৯।
  2. পাকিস্তানে ৮০ শতাংশ হামলায় লস্কর-ই-জাংভি জড়িত : স্বরাষ্ট্রমন্ত্রী, দৈনিক আমাদের সময়। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৩-০৩-২০১৩ খ্রিস্টাব্দ।
  3. [], সাগর হোসেন, প্রথম নিউজ ডটকম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৩-০২-২০১২ খ্রিস্টাব্দ।
  4. ‘পাকিস্তানে বেশিরভাগ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত লস্কর-ই জাংভি’, দৈনিক মানবকণ্ঠ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৩ মার্চ ২০১৩ খ্রিস্টাব্দ।
  5. পাকিস্তানে লস্কর-ই জাংভি প্রধান ইসহাক গ্রেফতার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে, দৈনিক ডেসটিনি। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১ সেপ্টেম্বর ২০১২ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ

An early version of this article was adapted from the public domain U.S. federal government sources.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.