লস্করপুর ইউনিয়ন

লস্করপুর ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।

লস্করপুর
ইউনিয়ন
লস্করপুর সিলেট বিভাগ-এ অবস্থিত
লস্করপুর
লস্করপুর
লস্করপুর বাংলাদেশ-এ অবস্থিত
লস্করপুর
লস্করপুর
বাংলাদেশে লস্করপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৮′৫.০০০″ উত্তর ৯১°২৮′১৪.০০২″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলাহবিগঞ্জ সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
  মোট১৫.৩৮ বর্গ কিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা
  মোট২৩,১৪৭ (প্রায়)
সাক্ষরতার হার
  মোট৬০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৩০০
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ৪৪ ২৪
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

বাংলাদেশের হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিন পূর্ব দিকে অবস্থিত একটি ইউনিয়ন লস্করপুর। লস্করপুর ইউনিয়ন হবিগঞ্জ সদর উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তরে পৈল ইউনিয়ন, দক্ষিনে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন, পশ্চিমে গোপায়া, নিজামপুর ও শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন এবং পূর্বে বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নের মোট আয়তন ১৫.৩৮ বর্গ কিলোমিটার

জনসংখ্যা

ওয়ার্ড ভিত্তিক লোকসংখ্যা

ওয়ার্ড নং লোকসংখ্যা
০১ ৩০১২ জন
০২ ২৯১৫ জন
০৩ ৩৪৩৮ জন
০৪ ২৪০৩ জন
০৫ ২৮২২ জন
০৬ ১৯১৮ জন
০৭ ২০৪৬ জন
০৮ ২১২৮ জন
০৯ ২৪৬৫ জন
  মোট        =                 ২৩,১৪৭ জন

শিক্ষা

এ ইউনিয়নের শিক্ষার হার ৬০%। ইউনিয়নটিতে সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে ১৩টি, উচ্চ বিদ্যালয় ২ টি এবং মাদ্রাসার সংখ্যা ২টি।

অবস্থান ও সীমানা

পশ্চিম দিকে গোপায়  ইউনিয়ন, উত্তরে পৈল , দক্ষিণে শায়েস্তাগঞ্জ উপজেলা ও পূর্ব দিকে  বাহুবল উপজেলা লামাতসি ইউনিয়ন ।

এই ইউনিয়নের মোট আয়তন ১৫.৩৮ বর্গ কিলোমিটার I[1]

গ্রামসমূহের তালিকা

গ্রামের সংখ্যা – ৩২ টি।

মশাজান আব্দাবকাই আব্দাখিজির
ডেমেশ্বর রঘুদয়াল গোয়াছপুর
হাতিরথান হামিদপুর শরীফপুর
উঃ সুলতানশী সুলতানশী বনদক্ষিণ
যমুনাবাদ এতমানজানী নোয়াবাদ
নারাইনপুর বালিহাটা চরহামুয়া
বনগাও সুঘর কৃষ্ণরামপুর
যাদবপুর দক্ষিণচর রামনগর
আদ্যপাশা ধরমপুর আলমপুর
শ্যামপুর মোহনাবাদ আহম্মদনগর
লস্করপুর গঙ্গানগর

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ত্ব:

খাল ও নদী

লস্করপুর ইউনিযনের ভিতর দিয়ে খোয়াই নদী প্রবাহিত হয়েছে  এবং তেলিখাল নামে একটি ছোট খাল আছে যা বাহুবল উপজেলা এবং সদর উপজেলার সীমানা নির্দেশ করে।[1]

হাট-বাজার

ক্রমিক নাম আয়তন তথ্য প্রদানকারী ব্যক্তি চান্দিনা ভিটির সংখ্যা ইজারা মূল্য ঠিকানা
বৈদ্যর বাজার বনগাও, ওয়ার্ড নং- ০৬, লস্করপুর ইউপি
কটিয়াদী বাজার সুলতানশী, শরীফপুর, ওয়ার্ড নং- ০৩, লস্করপুর ইউপি

তথ্যসূত্র

  1. জাতীয় তথ্য বাতায়ন, লস্করপুর ইউনিয়ন সম্পর্কিত পাতা I http://laskerpurup.habiganj.gov.bd
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.