লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ
লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা এলাকায় অবস্থিত একটি প্রাচীন কলেজ[1][2]
স্থাপিত | ১ জুলাই ১৯৮৫ |
---|---|
অধ্যক্ষ | শিমুল বড়ুয়া |
শিক্ষার্থী | ১৩৫০ (প্রায়) |
অবস্থান | মসজিদ্দা, ছোট কুমিরা, সীতাকুণ্ড উপজেলা |
শিক্ষাঙ্গন | ৩.৫ একর |
ওয়েবসাইট | latifasiddiqicollege |
ইতিহাস
সীতাকুণ্ড উপজেলার ৭ নম্বর কুমিরা ইউনিয়ন, ছোট কুমিরায় একক অনুদানে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন লতিফা সিদ্দিকী বালিকা মহাবিদ্যালয়। কলেজের কার্যক্রম মানবিক ও বিজ্ঞান দিয়ে শুরু হয়। পরবর্তীতে ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি প্রাপ্তির মাধ্যমে বি.এ. ও বি.এস.এস. শ্রেণিতে শিক্ষা কার্যক্রম চালু করা হয়। পরবর্তীতে কলেজটিতে ব্যবসায় শিক্ষা প্রসারের কারণে ২০০১ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হয়। দুই বৎসর পর ২০০৩ সালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে, কলেজ পরিচালনা পর্ষদ ও শিক্ষক-কর্মচারীদের প্রচেষ্টায় কলেজটিকে সহশিক্ষা প্রতিষ্ঠানে রূপদান করা হয়। অত্র শিক্ষাকার্যক্রমে ২০০৭ সালে যোগ হয় স্নাতক পর্যায়ে বি.বি.এস. কোর্স।
অবস্থান
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিকটে অবস্থিত।
অবকাঠামো
১টি চারতলা, ২টি দুইতলা এবং ১ টি একতলা ভবনে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে অাসছে। পুরো ক্যাম্পাস ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
বিভাগ সমূহ
উচ্চ মাধ্যমিক পর্যায় :
- বিজ্ঞান
- ব্যবসায় শিক্ষা
- মানবিক
স্নাতক পর্যায় :
- বিএ (পাস)
- বিবিএস (পাস)
- বিএসএস (পাস)
আরো দেখুন
- চট্টগ্রামের কলেজসমূহের তালিকা
- সীতাকুণ্ড উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
তথ্যসূত্র
- "সীতাকুন্ড উপজেলা"। বাংলাপিডিয়া।
- "লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ"। http://sitakunda.chittagong.gov.bd/node/1355435#field_established_text।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)