লঘুমস্তিষ্ক
সেরিবেলাম (ল্যাটিন শব্দ যার অর্থ ছোট মস্তিস্ক), যা সমস্ত মেরুদন্ডী প্রাণীদের পশ্চাৎ মস্তিষ্কের একটি প্রধান ও গুরুত্বপূর্ণ অংশ। এটা গুরুমস্তিস্কের থেকে ছোট যা আজ্ঞাবাহী কাজ করে থাকে।এছাড়াও এটি মনোযোগ,ভাষা এর মত সূক্ষ্ম কাজের সাথেও জড়িত।[1] রাগ,আবেগ প্রকাশে নিয়ন্ত্রকের কাজ করলেও এর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন(movement) সংশ্লিষ্ট কাজই সবচেয়ে গুরুত্ববহন করে। মেরুরজ্জু (Spinal Cord) এবং মস্তিষ্ক (Brain) এর অন্যান্য অংশ থেকে সংবেদী সংকেত গ্রহণ করে সেগুলোকে একত্র করে সূক্ষ্ম মুভমেন্টে পরিণত করে।[2] সেরেবেলামে আঘাত সরাসরি প্যারালাইসিস করে না,বরং সূক্ষ্ম মুভমেন্টে সমস্যা করে যেমন ভারসাম্য রক্ষা। [2]
সেরেবেলাম | |
---|---|
বিস্তারিত | |
যার অংশ | লঘুমস্তিষ্ক |
শনাক্তকারী | |
লাতিন | little brain (ছোট মস্তিস্ক) |
মে-এসএইচ | D002531 |
নিউরোনেমস | 643 |
নিউরোলেক্স আইডি | birnlex_1489 |
টিএ৯৮ | A14.1.07.001 |
টিএ২ | 5788 |
এফএমএ | FMA:67944 |
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা |
সেরিবেলাম বহিঃস্থ গ্রে ম্যাটার এবং অন্তঃস্থ হোয়াইট ম্যাটার দ্বারা নির্মিত। গাঠনিকভাবে সেরিবেলামকে প্রাথমিক ভাঁজ(Primary Fissure) দ্বারা সম্মুখ লোব(Anterior Lobe),পশ্চাৎ লোব(Posterior Lobe) এবং ফ্লোক্যুলোনোডুলার লোব (Flocullonodular Lobe) এ তিনভাগে ভাগ করা যায়। কার্যকরীভাবে একে আর্কিসেরিবেলাম(Archicerebellum)প্যালিওসেরিবেলাম (Paleocerebellum) এ নিওসেরেবেলাম(Neocerebellum) এ তিনভাগে ভাগ করা যায়।
- লঘুমস্তিষ্ক নিচের থেকে দেখা
- লঘুমস্তিষ্ক উপরে এবং পিছনে থেকে দেখা.
- লঘুমস্তিষ্ক এর সম্মুখ দিক (ব্রেইন স্টেম থেকে বিভক্ত).
- লঘুমস্তিষ্ক নিচের দিক, ব্রেইন-স্টেম (পন্স নয়) অপসারিত।
কোষীয় উপাদান
পারকিনজি কোষ
ডিপ নিউক্লি(Deep nuclei)
- সেরেবেলামের প্রস্থচ্ছেদ,যেখানে ডেনটেট নিউক্লিয়াস,পন্স ও ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস দেখানো হয়েছে।
- সেরেবেলামের প্রস্থচ্ছেদ,যেখানে ডেনটেট নিউক্লিয়াস ও চতুর্থ ভেন্ট্রিকল দেখানো হয়েছে।
- সেরেবেলামের প্রস্থচ্ছেদ,যেখানে ডেনটেট নিউক্লিয়াস ও ভার্মিস দেখানো হয়েছে।
অতিরিক্ত চিত্র
- সংরক্ষিত মানব মস্তিষ্ক ,সেরেবেলাম বেগুনী বর্ণ দ্রষ্টব্য।
- সেরেবেলাম এবং আশেপাশের এলাকা; sagittal view of one hemisphere. A: মধ্য মস্তিষ্ক. B: পন্স. C: মেডুলা. D: সুষুম্না কাণ্ড. E: চতুর্থ ভেন্ট্রিকল. F: আর্বর ভিটা (Arbor vitae). G: টনসিল. H: সম্মুখ লোব. I: পশ্চাৎ লোব.
- Brain stem with cerebellum showing Arbor vitae in medial view.
- নিচের থেকে দেখানো সম্পূর্ণ মস্তিষ্ক,লঘুমস্তিষ্ক নিচে দৃশ্যমান .
তথ্যসূত্র
- Wolf U, Rapoport MJ, Schweizer TA (২০০৯)। "Evaluating the affective component of the cerebellar cognitive affective syndrome"। J. Neuropsychiatry Clin. Neurosci.। 21 (3): 245–53। ডিওআই:10.1176/appi.neuropsych.21.3.245। পিএমআইডি 19776302।
- Fine EJ, Ionita CC, Lohr L (২০০২)। "The history of the development of the cerebellar examination"। Semin Neurol। 22 (4): 375–84। ডিওআই:10.1055/s-2002-36759। পিএমআইডি 12539058।