লখিমপুর জেলা
লখিমপুর বা লক্ষীমপুর জেলা (অসমীয়া: লখিমপুৰ জিলা) (ইংরেজি: Lakhimpur district); (উচ্চারণ: ˌlækɪmˈpʊə) হচ্ছে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। এ জেলার উত্তরে অরুণাচল প্রদেশ, দক্ষিণে যোরহাট জেলা এবং ব্রহ্মপুত্র নদী, পূর্বে ধেমাজি জেলা ও ডিব্রুগড় জেলা এবং পশ্চিমে শোণিতপুর জেলা। জেলার সদরদপ্তর হচ্ছে উত্তর লখিমপুর। এ জেলায় মহকুমা দুটা- উত্তর লখিমপুর ও ঢকুবাখনা।
লখিমপুর জেলা | |
---|---|
জেলা | |
আসামে জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | অসম |
সদর | উত্তর লখিমপুর |
আয়তন | |
• মোট | ২,২৭৭ বর্গকিমি (৮৭৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,৪০,৬৪৪ |
সময় অঞ্চল | ভারতীয় মান সময় (ইউটিসি+৫:৩০) |
ওয়েবসাইট | www.lakhimpur.nic.in |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.