লক্ষ্যারচর ইউনিয়ন

লক্ষ্যারচর বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন

লক্ষ্যারচর
ইউনিয়ন
৯নং লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ
লক্ষ্যারচর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
লক্ষ্যারচর
লক্ষ্যারচর
লক্ষ্যারচর বাংলাদেশ-এ অবস্থিত
লক্ষ্যারচর
লক্ষ্যারচর
বাংলাদেশে লক্ষ্যারচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৭′৮″ উত্তর ৯২°৪′৩৫″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাচকরিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানমহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট
আয়তন
  মোট৫.৯৮ বর্গকিমি (২.৩১ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট১২,৮০০
  জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪০.৮১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৪০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন

লক্ষ্যারচর ইউনিয়নের আয়তন ১৪৭৮ একর (৫.৯৮ বর্গ কিলোমিটার)।[1] এটি চকরিয়া উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী লক্ষ্যারচর ইউনিয়নের লোকসংখ্যা ১২,৮০০ জন। এর মধ্যে পুরুষ ৬,৮০০ জন এবং মহিলা ৬,০০০ জন।[2]

অবস্থান ও সীমানা

চকরিয়া উপজেলার মধ্যভাগে লক্ষ্যারচর ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, দক্ষিণে চকরিয়া পৌরসভা, পূর্বে কাকারা ইউনিয়ন এবং উত্তরে কৈয়ারবিল ইউনিয়ন অবস্থিত।

নামকরণ

লক্ষ্যারচর এক সময় চর এলাকা ছিল। সে সময় লক্ষ্মী নামক এক লোক এই এলাকায় এসে বসবাস করে। তাকে আঞ্চলিক ভাষায় লক্ষ্যা নামে ডাকা হত । সে অনুসারে এই এলাকার নাম হয় লক্ষ্যারচর[2]

প্রশাসনিক কাঠামো

লক্ষ্যারচর ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এটি লক্ষ্যারচর মৌজা নিয়েই গঠিত।[2]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড মণ্ডলপাড়া
২নং ওয়ার্ড হাজীপাড়া, জহিরপাড়া
৩নং ওয়ার্ড রুস্তম আলী চৌধুরী পাড়া
৪নং ওয়ার্ড রুস্তম আলী চৌধুরী পাড়া
৫নং ওয়ার্ড পশ্চিমপাড়া, মৌলভীপাড়া
৬নং ওয়ার্ড চরপাড়া, উত্তরপাড়া
৭নং ওয়ার্ড সিকদারপাড়া, মাঝেরপাড়া
৮নং ওয়ার্ড খন্দকারপাড়া, চরপাড়া
৯নং ওয়ার্ড পূর্বপাড়া

[3]

শিক্ষা ব্যবস্থা

লক্ষ্যারচর ইউনিয়নের সাক্ষরতার হার ৪০.৮১%।[1] এ ইউনিয়নে ১টি কলেজ,১টি ফাজিল মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • চকরিয়া সরকারি কলেজ
মাদ্রাসা
  • আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা

[4]

মাধ্যমিক বিদ্যালয়
  • লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়
  • চাইল্ডস্ মডার্ণ স্কুল এন্ড কলেজ
  • হাজী নুরুল কবির চৌধুরী স্কুল এন্ড কলেজ
  • মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজ

[5]

প্রাথমিক বিদ্যালয়
  • আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লক্ষ্যারচর মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজ (প্রাথমিক শাখা)
  • হাজী নুরুল কবির চৌধুরী স্কুল এন্ড কলেজ (প্রাথমিক শাখা)

[6]

যোগাযোগ ব্যবস্থা

লক্ষ্যারচর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

লক্ষ্যারচর ইউনিয়নে ৩৩টি মসজিদ রয়েছে।[2]

খাল ও নদী

লক্ষ্যারচর ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে বড় মাতামুহুরী নদী[7]

হাট-বাজার

লক্ষ্যারচর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল ছিকলঘাট বাজার এবং কক্সবাজার হাইওয়ে রোড়ের পার্শ্ববর্তী বাজার হল জিদ্দাবাজার ।[8]

দর্শনীয় স্থান

[9]

উল্লেখযোগ্য ব্যক্তি

  • বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম (সাবেক চেয়ারম্যান)
  • বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী
  • কাজী হাবিবুর রহমান মুরাদ- পিতা- কাজী মোহাম্মদ ইয়াকুব। সিনিয়র মার্কেটিং অফিসার প্রাণ-আরএফএল গ্রুপ।

জনপ্রতিনিধি

  • মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট [10](চেয়ারম্যান)
  • রোকেয়া বেগম বেবি ১,২,৩ (সংরক্ষিত মহিলা এমইউপি)
  • শিউলি আক্তার ৪,৫,৬ (সংরক্ষিত মহিলা এমইউপি)
  • ছায়রা খাতুন ৭,৮,৯ (সংরক্ষিত মহিলা এমইউপি)
  • জনাব মোঃ সরওয়ার উদ্দিন (এমইউপি-১)
  • জনাব মোঃ শহীদ উল্লাহ (এমইউপি-২)
  • জনাব সোহরাব হোসাইন নান্নু (এমইউপি-৩)
  • জনাব আবু তাহের (এমইউপি-৪)
  • জনাব আলী আকবর (এমইউপি-৫)
  • জনাব নাজেম উদ্দিন (এমইউপি-৬)
  • জনাব রশিদ আহমদ (এমইউপি-৭)
  • জনাব নুরুল আলম (এমইউপি-৮)
  • জনাব জিয়াবুল করিম (এমইউপি-৯)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। ১১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭
  2. "এক নজরে লক্ষ্যারচর - লক্ষ্যার চর ইউনিয়ন - লক্ষ্যার চর ইউনিয়ন"lakhyarcharup.coxsbazar.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭
  3. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - লক্ষ্যার চর ইউনিয়ন - লক্ষ্যার চর ইউনিয়ন"lakhyarcharup.coxsbazar.gov.bd। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭
  4. "মাদ্রাসা - লক্ষ্যার চর ইউনিয়ন - লক্ষ্যার চর ইউনিয়ন"lakhyarcharup.coxsbazar.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭
  5. "মাধ্যমিকবিদ্যালয় - লক্ষ্যার চর ইউনিয়ন - লক্ষ্যার চর ইউনিয়ন"lakhyarcharup.coxsbazar.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=05%5B%5D
  7. "খাল ও নদী - লক্ষ্যার চর ইউনিয়ন - লক্ষ্যার চর ইউনিয়ন"lakhyarcharup.coxsbazar.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭
  8. "হাট বাজারের তালিকা - লক্ষ্যার চর ইউনিয়ন - লক্ষ্যার চর ইউনিয়ন"lakhyarcharup.coxsbazar.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭
  9. "দর্শনীয়স্থান - লক্ষ্যার চর ইউনিয়ন - লক্ষ্যার চর ইউনিয়ন"lakhyarcharup.coxsbazar.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭
  10. "- লক্ষ্যার চর ইউনিয়ন - লক্ষ্যার চর ইউনিয়ন"lakhyarcharup.coxsbazar.gov.bd। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.