লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় ৬টি জোনাল অফিস এবং ১৮টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালের ১০ মে এবং বাণিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ১৯৯০ সালের ১৬ আগস্ট।[2][3]

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি
লক্ষ্মীপুর পবিস
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১০ মে ১৯৯০ (1990-05-10)
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরদক্ষিণ মজুপুর, লক্ষ্মীপুর জেলা
অবস্থান
স্থানাঙ্ক২২.৯৪২৫২৪° উত্তর ৯০.৮৫০২৫৩° পূর্ব / 22.942524; 90.850253
যে অঞ্চলে
লক্ষ্মীপুর জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
জেনারেল ম্যানেজার
মোঃ জাকির হোসেন[1]
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs.lakshmipur.gov.bd

ইতিহাস

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির যাত্রা শুরু হয় ১৯৯০ সালে। এ সমিতির অধীনে ৫টি উপজেলা ও ৫৬০টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর লক্ষ্মীপুর জেলার দক্ষিণ মজুপুরে অবস্থিত।[2]

জোনাল অফিসসমূহ

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • লক্ষ্মীপুর সদর জোনাল অফিস
  • রামগঞ্জ জোনাল অফিস[4]
  • রায়পুর জোনাল অফিস[5]
  • রামগতি জোনাল অফিস
  • কমলনগর জোনাল অফিস[6]

গ্রীডসমূহ

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ২টি গ্রীড রয়েছে।

  • চোমুহনী গ্রীড
  • রামগঞ্জ গ্রীড

গ্রাহক সংখ্যা

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় পাঁচ লক্ষ আবাসিক গ্রাহক রয়েছে।[2]

অন্যান্য তথ্য

  • মোট আয়তন: ১৪৫৬ বর্গকিলোমিটার
  • সিষ্টেম লস: ৮.৫৬% (বার্ষিক)
  • উপকেন্দ্র: ১৩টি
  • উপকেন্দ্রের ক্ষমতা: ২১০ এমভিএ
  • সুইচিং স্টেশন: ১টি
  • বিতরণ ট্রান্সফরমার: ১৭৩৭২টি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.lakshmipur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৬
  2. "লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি" (পিডিএফ)pbs.lakshmipur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৬
  3. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৬
  4. "রামগঞ্জ জোনাল অফিস, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.ramganj.lakshmipur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৬
  5. "রায়পুর জোনাল অফিস, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.raipur.lakshmipur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৬
  6. "কমলনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.kamalnagar.lakshmipur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.