লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন

লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার নাটোর সদর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫০.৬৯.৬৩.৬৫।[2]

লক্ষীপুর খোলাবাড়িয়া
ইউনিয়ন
ডাকনাম: লক্ষীপুর খোলাবাড়িয়া ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানাটোর জেলা
উপজেলানাটোর সদর উপজেলা 
আসননাটোর-২
আয়তন
  মোট২৬.৮৫ বর্গকিমি (১০.৩৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[1]
  মোট২৯,১৩৪
  জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫০.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

নাটোর জেলার নাটোর  উপজেলার মধ্যবর্তী স্থানে উপজেলার বৃহত্তম, লক্ষীপুর খোলাবাড়ীয়া  ইউনিয়ন। এই ইউনিয়ন পরষদটি হয়বতপুর বাজার  এর সামনে অবস্থিত ।  এই ইউনিয়নের আয়তন ১২.৭৪ বর্গ কি: মি:, জেলা পরিষদ হইতে ইউনিয়নে দূরত্ব  ৮ কি: মি:, উপজেলা পরিষদ হইতে ইউনিয়নের দূরত্ব ৮ কি: মি:, এই ইউনিয়নে মোট ১৪ গ্রাম রয়েছে, ইউনিয়নের জনসংখ্যা ৪৫,৫৫০ জন, মোট ভোটার ৩০,২০১ জন, হাট-বাজারের সংখ্যা ৬ টি, ডাকঘরের সংখ্যা ৩টি, এই ইউনিয়নের জন সাধারণ সকলেই নিজেদের মধ্যে আন্তরিক।লক্ষীপুর খোলাবাড়ীয় ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক হেলেঞ্চা নদী। এই নদীতে শুষ্ক মৌসুমে পানি থাকে না। বর্ষা মৌসুমে নদীর কিছু কিছু স্থানে পানি দেখা য়ায। নদীর দুই ধারের মানুষের অবৈধ বসত বাড়ী নির্মানের কারণে এই হেলেঞ্চা নদী তার নাব্যতা দিন দিন হারিয়ে ফেলেছে। এই ইউনিয়নের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ও অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ রয়েছে। এই ইউনিয়নের মধ্যে সরকারী-বেসরকারী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই ইউনয়নের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর হাওর-বিল অবস্থিত।

ভৌগোলিক অবস্থান ও আয়তন

নাটোর সদর উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৬৬৩৪ একর[1] বা ২৬.৮৫ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা

লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —

গ্রাম ভিত্তিক লোকসংখ্যা

১. গাজীপুর- ১৮৯৯        ২. চৌরী- ১১৮০                   ৩. দÿÿনপুর- ১৬৩২

৪. লক্ষীপুর- ৩৯২৩         ৫. হয়বতপুর- ৬০৫০              ৬. দিয়ারসাতুরিয়া-১৯২৯

 ৭. কাদিমসাতুরিয়া- ১২৩৫  ৮. চরতেবারিয়া-১৬৫৫             ৯. পারআটঘরিয়া-১২৯৫

১০.ইব্রাহিমপুর-১৫০০      ১১. খোলাবাড়ীয়া- ৪০৬৫          ১২.কাঁঠালবাড়ীয়া-৪০৫০

১৩.শেখেরহাট- ১২৫০      ১৪. বাসুপাড়া-২০৫০               ১৫.দরাপপুর-১২৮৮

১৬.বড়বাড়ীয়া- ৪৮৫৬

শিক্ষা ও সংস্কৃতি

লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৫০.৫%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৮.৩% এবং পুরুষ শিক্ষার হার ৫২.৮%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ

শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

•অন্যান্য (০)

•কলেজ (১)

•কারিগরী (০)

•নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (২)

•প্রাথমিক বিদ্যালয় (১১)

•বিশ্ববিদ্যালয় (০)

•ভোকেশনাল (০)

•মাদ্রাসা (২)

•মাধ্যমিক বিদ্যালয় (২)

•মেডিকেল কলেজ (০)

অর্থনীতি ও যোগাযোগ

লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, ভেষজ ঔষধী গাছগাছালী চাষাবাদ ও রপ্তানী।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৩৮৭। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭
  2. "Rajshahi Division" [রাজশাহী বিভাগ] (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.